সরকারি সংস্থা বিএসএনএল (BSNL) পোস্টপেইড এবং প্রিপেইড প্ল্যানেই থেমে রইল না, এবার নিয়ে এলো ব্রডব্যান্ড প্ল্যান। বিএসএনএল সস্তায় ব্রডব্যান্ড প্ল্যানগুলি নিয়ে হাজির হয়েছে, সেগুলি ৪০০ টাকা বাজেটের মধ্যেও পাওয়া যাবে। এই প্ল্যানগুলিতে থাকছে হাই-স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা। আপনি যদি সস্তা মধ্যে ভালো ডাটা বেনিফিট সহ ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন, তাহলে আপনি এই বিএসএনএলের ব্রডব্যান্ড প্ল্যানগুলির সম্বন্ধে জেনে নিন।
বিএসএনএলের ২৯৯ টাকার ব্রডব্যান্ড প্লানের সুবিধা-
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল ২৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের বিনিময়ে আপনি পাবেন ১০০ জিবি CUL এবং ১০০ জিবি হাই-স্পিড ডাটা। এই প্ল্যান টিতে নেটওয়ার্ক ডাটা স্পিড হল ১০Mbps। মোট ১০০ জিবি ডাটা শেষ হয়ে গেলে তখন স্পিড থাকবে ২ Mbps। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে থাকবে STD এবং লোকাল নেটওয়ার্কের আনলিমিটেড ফ্রি কলিং এবং ফ্রি ল্যান্ডলাইন কানেকশন এর সুবিধা। প্রথম ছয়মাস এই ব্রডব্যান্ড প্ল্যানকে ব্যবহার করার পর আপনি ৩৯৯ টাকার বিএসএনএল ব্রডব্যান্ড প্ল্যানে মাইগ্রেট করতে পারবেন।
বিএসএনএল (BSNL)-এর ৩৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা-
৩৯৯ টাকার বিএসএনএল ব্রডব্যান্ড প্ল্যানটিতে রয়েছে মোট ২০০ জিবি ডাটা এবং ডাটা স্পিড হবে ১০Mbps। এই ২০০ জিবি ডাটা শেষ হয়ে গেলে ২Mbps স্পিড হয়ে যাবে। এই প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা এবং পাশাপাশি রয়েছে ফ্রি ল্যান্ডলাইন কানেকশন।
বিএসএনএল-এর ৫৫৫ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা-
৫৫৫ টাকার বিএসএনএল (BSNL) ব্রডব্যান্ড প্ল্যানটিতে রয়েছে মোট ৫০০ জিবি ডাটা। এই প্যান্টিতে স্পিড থাকবে ১০Mbps। এই ৫০০ জিবি ডাটা শেষ হয়ে গেলে ২Mbps স্পিড হয়ে যাবে। এই প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা।
বিএসএনএলের (BSNL) ৭৭৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা-
বিএসএনএল (BSNL)-এর ৭৭৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের স্পিড ১০Mbps। এই প্ল্যান্টিতে পাওয়া যাবে মোট ৭৭৯ জিবি ডাটা। এই প্ল্যানে ডাটা লিমিট শেষ হয়ে গেলে ২Mbps স্পিডে চলবে। এই প্ল্যানে ২৪ ঘন্টার জন্য আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হবে। বিএসএনএল এই প্ল্যানটিতে ডিসনি প্লাস হটস্টারে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা দেওয়া হবে।
এই ব্রডম্যান প্ল্যানগুলির অ্যাক্সেস সম্পর্কে জানতে হলে বিএসএনএল টেলিকমের টোল ফ্রি নাম্বারে কল করতে হবে। তাছাড়া কাস্টমার সার্ভিস সেন্টার কিংবা রিটেইল স্টোরে এই প্ল্যানগুলিকে সাবস্ক্রাইব করতে পারবেন।