বাস্তবে এমন কিছু ঘটনা আছে যা গল্প মনে হলেও সত্য। এমন ঘটনা সকলের মনে রেখাপাত করে থাকে। এমনই এক ঘটনা সম্প্রতিকালে সারা ফেলেছে দেশজুড়ে। এক চিনা বাদাম বিক্রেতার 25 টাকা ধার মিটাতে সুদূর আমেরিকা থেকে এসে 25000 টাকা দিয়ে সেইধার মিটিয়ে দিলেন বিদেশে বসবাসকারী দুই ভাইবোন। ঘটনাটি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নেটজনতা।
সময় টি ছিল 2010, বাবা মোহনের সঙ্গে অন্ধপ্রদেশের ইউ কোথাপল্লি সমুদ্র সৈকত দেখতে আসেন আমেরিকায় বসবাসকারী ভাই বোন প্রবন, সুচিতা। সেই সমুদ্রসৈকত দেখার সময় সাত্তার নামের বাদাম বিক্রেতার কাছে তারা বাদাম খান। কিন্তু অর্থ দেবার সময় দেখা যায় তাদের কাছে মানিব্যাগ টি নেই, এবং বাদামের টাকা দেবার মত টাকা নেই তাদের কাছে। সেকথা বাদাম বিক্রেতাকে জানালেও তাদের বাদাম বিক্রেতা বাদাম দেন।
অপরদিকে মোহন সাত্তার কে জানান তার ঋন সে খুব শীঘ্রই শোধ করে দেবেন। সাত্তারকে শনাক্তের জন্য মোহন একটা ছবি তুলেন। দ্রুত মোহন ঋণ পরিশোধ করতে পারেননি। কর্মব্যস্ততার কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র চলে যেতে হয় । তারা বিদেশে চলে গেলেও তারা দুই ভাই বোনে সাত্তারের ঋনের কথা ভুলেনি। তাই 11 বছর পর দুই ভাই বোনে এদেশে এসে সাত্তার কি খোঁজ করতে শুরু করে।
কাকিনাড়া বিধায়ক চন্দ্রশেখর এর কাছে সাত্তারের খোঁজে জান। যখন কোন খোঁজ পাওয়া যায় নি, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ শুরু করে। অবশেষে জানতে পারা যায় সত্তার আর বেঁচে নেই। এই ঘটনায় শোকাহত হয়ে পড়েন মোহন ও তার ছেলে মেয়ে। অবশেষে তার ঋণ পরিশোধের জন্য তারা পরিবারকে 25000 টাকা দেন।