করোনা ভাইরাসের তাণ্ডব গোটা বিশ্ব গত এক বছর ধরে দেখল। কোন মহামারী হোক অথবা প্রাকৃতিক বিপর্যয় এগুলির পূর্বাভাস পাওয়া গেলে মানব সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। তবে এই করোনাভাইরাস এর হানার পূর্বাভাস পাননি বিশ্বের বিজ্ঞানীরা। সম্প্রতি ববি দেওল এর একটি ভিডিও ভাইরাল করছে memer রা। ভিডিওটিতে দেখা যাচ্ছে ববি দেওল মুখে মাক্স, সোশ্যাল ডিসটেন্সিং পালন, RT-PCR টেস্ট করা, এই সমস্ত তিনি করছেন। খুব কম সময়ের মধ্যেই এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আসুন এই ভিডিওটিতে কি দেখানো হচ্ছে জেনে নেওয়া যাক।
এই ভিডিওটিতে বিভিন্ন বলিউড সিনেমা যেমন ‘আউর পেয়ার হো গ্যায়া’, ‘কবীর’, ‘দিল লাগি’, এর বিভিন্ন টুকরো টুকরো ক্লিপ কেটে পরপর বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। করণা সংক্রান্ত বর্তমানে যে সমস্ত বিধি-নিষেধ অথবা স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে ঠিক সেই সম্বন্ধিত জিনিসগুলি ববি দেওল এর এই ভিডিওটিতে প্রকাশ পাচ্ছে।
সর্বপ্রথম দেখা যাচ্ছে ববি দেওল বলছেন, ‘যা আপনাদের চোখে পড়ে না, তা আমি দেখতে পাই।’এই বক্তব্যের মধ্য দিয়ে যেন তিনি ভাইরাসের কথাই বলছেন। এবং তার পরবর্তী ক্লিপে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা সানি দেওল সুইমিং পুলে এবং ববি দে’ওল সুইমিং পুলের বাইরে রয়েছেন, এবং সেই সময় সানি দেওল ববি কে ছুতে গেলেই ববি তাকে মানা করেন এবং বলে ওঠেন ‘ না দাদা, তুমি আমাকে ছুয়ে দিলে তোমার রোগ আমার শরীরের সংক্রমিত হয়ে যেতে পারে।
এবং তার পরেই দেখা যায় ঐশ্বর্য রায় কে জোর করে নাকে কিউ টিপ ঢুকিয়ে হাঁচার নির্দেশ দিচ্ছেন। সাধারণত বর্তমানে আমরা দেখেছি RT-PCR টেস্টের সময় স্বাস্থ্যকর্মীরা ঠিক এই রকম ভাবেই কিউ টিপ ব্যবহার করেন।
এবং ঠিক তার পরবর্তী ক্লিপে দেখা যাচ্ছে চিকিৎসক রূপে ববি দে’ওল কে। তিনি মুখের মাক্স করেছেন এবং একটি দরজা ভিতর থেকে এমন ভাবে বন্ধ করছেন যাতে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে, ঠিক যেমনটি আমরা কোরেন্টাইন থাকলে করে থাকি। এবং শেষে তিনি সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছেন।
উপরের সমস্ত ঘটনাগুলিকে মিম স্রষ্টারা (memers) এমনভাবে পরপর পরিবেশন করেছেন ঠিক যেমন করোনা মহামারীর সময় আমরা সকলে স্বাস্থ্যবিধি গুলি পালন করেছিলাম। মিম স্রষ্টারা একটি পেজে তারা তাদের এই মজাদার ভিডিওটি শেয়ার করে লিখেছেন ‘ভগবান ববি দেওল কে ট্যাগ করুন। এই হাসির মজাদার ভিডিওটি খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।