প্রচলিত সমাজের নিয়ম কি তুড়ি মেরে যে পাঁচ বলিউড (Bollywood) অভিনেত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ সেই সাহসী নারীদের নিয়ে কিছু কথা বলবো আমরা। সে প্রচলিত সমাজের নিয়ম হল একটি নির্দিষ্ট বয়সে মেয়েদের বিয়ে করা। বিয়ে মানে সাত পাকে বাঁধা পরা, নতুন জীবনের সূচনা, রঙিন জীবন যা নিয়ে অনেকেরই অনেক পরিকল্পনা থেকেই থাকে। জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ও বলা যায়।
তবে সমাজে বিয়ে নিয়ে মেয়েদের ক্ষেত্রে যে গোঁড়ামি রয়েছে তা হল ৩০ বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে করা উচিত কারণ ৩০ পেরিয়ে যাওয়া মানেই মেয়েদের বুড়ি হয়ে যাওয়া। এটাই সমাজে প্রচলিত নিয়ম কিন্তু এই সমস্ত সমাজের নিয়মকে তোয়াক্কা করেন না বি টাউনের বেশ কিছু বলিউড (Bollywood) অভিনেত্রী অনেকে তো ৪০ এর কোঠায় বা তারও উর্ধ্বে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন।
উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar) : ৪২ বছর বয়সে এই অভিনেত্রী ২০১৬ সালের ১৩ ই মার্চ ব্যবসায়ী মহসিন আখতার মীরকে বিয়ে করেন। তিনি বলিউডের একজন অত্যন্ত সুন্দরী অভিনেত্রী নিজের রূপের ছটায় অনেক পুরুষেরই হয়েছেন হাটথ্রব।
নীনা গুপ্তা (Neena Gupta): তিনি ৫৮ বছর বয়সে বিবেক মেহরার সঙ্গে নতুন জীবন শুরু করেন। তবে তার আগে তাঁর সম্পর্ক ছিল রিচার্ডের সঙ্গে, তিনি তাঁর সঙ্গে লিভইন করতেন কিন্তু সে অবস্থায় তিনি গর্ভবতী হলেও পরবর্তী ক্ষেত্রে রিচার্ড তাঁর পাশে থাকেন নি। কিন্তু এ কথা বলাই যায় যে নীনা গুপ্তা অত্যন্ত শক্তিশালী মনোভাবের মহিলারই পরিচয় দেন।
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
প্রীতি জিন্টা (Preity Zinta): ৪১ বছর বয়সে ২০১৬ সালের ২৯শে ফেব্রুয়ারি জিন গুডএনাফের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তবে নিজের ক্যারিয়ারও যথেষ্ট সফল তিনি। তাঁর হাসি অনেকেরই হৃদয় কেড়ে নিয়েছে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি।
সুহাসিনী মূলে (Suhasini Mulay): মাত্র ৬০ বছর বয়সে ২০১১ সালের ১৬ই জানুয়ারি অতুল গুরতুরের সঙ্গে বিয়ে করেন। যদি এর আগে তিনি একজনের সঙ্গে লিভইন করতেন কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি।
আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে
ফারহা খান (Farah Khan) : তিনি একজন সফল পরিচালক এবং তার সঙ্গে একজন নৃত্যশিল্পীও বটে। এছাড়া তিনি একজন জনপ্রিয় কোরিওগ্রাফার অর্থাৎ একাধিক গুণের অধিষ্ঠাত্রী তিনি। ২০০৪ সালে মাত্র ৪০ বছর বয়সে শিরীষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
বয়সটা যে শুধুই মাত্র একটি সংখ্যা তা বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রীরা যারা বয়সের ভারে নিজেকে সমর্পণ না করে মনের মধ্যে চিরযৌবনকে বজায় রেখে এগিয়ে চলেছেন এবং প্রত্যেকেই জীবনে সফলভাবে সুখী।