এবার থেকে আধার এনরোলমেন্ট সেন্টারে সদ্যোজাত শিশুর নাম ও আধারে (aadhaar) রেজিস্টার করা যাবে। এতদিন বড়দের ও পাঁচ বছরের কম বয়সীদের আধার রেজিস্ট্রেশন করা হচ্ছিল এখন সদ্যজাত শিশুর আধার রেজিস্ট্রেশন করা হবে। সম্প্রতি The Unique Identification Authority of India (UIDAI) এর কর্তৃপক্ষ অফিশিয়াল টুইটার হ্যান্ডেল এ এই খবর জানায়। সেখানে বলা হয়, ” আপনার শিশুদের ইউনিক আইডেন্টিটি প্রদান করুন, এখন সদ্যোজাত শিশুর নাম ও আধারে নথিভুক্ত করা যাবে (Blue Aadhar card)। ”
ব্লু আধার কার্ড(Blue Aadhaar Card)
The Unique Identification Authority of India (UIDAI) আরো জানিয়েছে এই যে, এবার থেকে 5 বছরের নিচের শিশুদের জন্য নীল রঙের ‘বাল আধার কার্ড’ দেওয়া হবে। তবে সেই শিশুর পাঁচ বছর বয়স হয়ে যাওয়া মাত্রই বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক হবে। অভিভাবকরা নিকটবর্তী আধার সেন্টার এ গেলেই শিশুর আধার কার্ড তৈরি করতে পারবে।
বাল আধার কার্ডের সুবিধা:-
- বাল আধার কার্ড শিশুদের ট্রেন, বিমান, হোটেল ইত্যাদি ক্ষেত্রে প্রধান পরিচয় পত্র হিসেবে কাজ করবে।
- ভবিষ্যতে স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি কাজে লাগবে।
- যেহেতু সরকার মিড-ডে-মিল বাধ্যতামূলক করেছে সে ক্ষেত্রে এই আধার এর মাধ্যমে মিড-ডে-মিল গ্রহণকারী বাচ্চাদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এ সরকারের সুবিধা হবে।
- বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে এই আধার কার্ড অনেক কাজে দেবে।
ব্লু আধার কার্ড (blue Aadhar card) তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
- এই আধার কার্ড পাওয়ার জন্য শিশুর বয়স যে পাঁচ বছরের নিচে তার একটি প্রমাণ স্বরূপ বার্থ সার্টিফিকেট লাগবে।
- এই আধার কার্ড পেতে শিশুর অভিভাবকের ও আধার কার্ড লাগবে। কারণ শিশুর আধার কার্ডের সাথে অভিভাবকের আধার কার্ডের লিঙ্ক থাকবে।
- শিশু যদি কোন স্কুলে ভর্তি হয় সে ক্ষেত্রে স্কুলের কোন আইডি প্রুফ দেখাতে হবে।
- শিশুর বয়স 5 বছর পেরিয়ে গেলে বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং 15 বছর হলে আর একবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।
অনলাইনে বাল আধার কার্ড রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া:-
শিশুর ‘বাল আধার কার্ড’ পাওয়ার জন্য অভিভাবক কে অনলাইনে আবেদন করতে হবে। তবে মাথায় রাখতে হবে অভিভাবকের আধার কার্ডে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে।
- প্রথমে এর আধারের অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- তারপর আধারের রেজিস্ট্রেশন লিংক এ ক্লিক করতে হবে।
- এর পরবর্তী ক্ষেত্রে শিশুর নাম, বাবার মোবাইল নাম্বার, ও ইমেইল আইডি ইনপুট করতে হবে
- উপরিউক্ত ব্যক্তিগত তথ্য দেওয়ার পর ঠিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে
- তারপর অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার একটি তারিখ নির্বাচন করুন।
- এর পরবর্তী ক্ষেত্রে আপনার নিকটবর্তী একটি আধার সেন্টার নির্বাচন করুন যেখানে আপনি আধার রেজিস্ট্রেশন করবেন। তারপর অ্যাপোয়েন্টমেন্ট এর তারিখ হিসেবে এনরোলমেন্ট সেন্টার এ যেতে হবে।
- আধার কেন্দ্রের অফিসাররা আপনার আবেদন ভেরিফিকেশন করে দেখবেন এবং ভেরিফিকেশনে যদি দেখা যায় শিশুর বয়স 5 বছর হয়ে গেছে সে ক্ষেত্রে শিশুর বায়োমেট্রিক আপডেট করতে হবে।
- ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার প্রদান করা হবে। এই নাম্বার এর সাহায্যে আপনি আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
- ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং তার 60 দিনের মধ্যেই আধার কার্ড ইস্যু হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করুন।