আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শাসক দল ও বিরোধী দল (BJP, CPIM) নিজ নিজ দলকে শক্তিশালী করতে ময়দানে নেমে পড়েছে। শাসক দল তৃণমূল(TMC) নির্বাচনের আগে নানা ধরনের বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চলেছে, অন্যদিকে বিরোধী দল বিজেপি তৃণমূলের বিভিন্ন দুর্নীতির, বেকারত্বের উপর প্রশ্ন তুলে শাসক দলকে সমস্যায় ফেলছে।
অন্যদিকে বাম কংগ্রেস জোট পিছনে নেই। তারা আব্বাস সিদ্দিকীর সংখ্যালঘুদের ভোট ফিরে পেতে জোট গঠনের পরিকল্পনা চালাচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের পূর্ব সমীক্ষা পেশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপি বাংলায় আশার আলো দেখছে ও অন্যদিকে তৃণমূলের চাপ বাড়তে চলেছে।
•আসুন এখন দেখে নেওয়া যাক সমীক্ষা অনুযায়ী কোন দল কতগুলি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সমীক্ষা অনুযায়ী ভোট হলে তৃণমূল কংগ্রেস উত্তর শাসক দল 146 থেকে 156 টি আসন পেতে পারে। জানুয়ারি মাসের সমীক্ষায় এ আসন সংখ্যা ছিল 154 থেকে 162 টি। যা আগের মাসের তুলনায় এই মাসে অনেকটাই কমে গেছে। অন্যদিকে ফেব্রুয়ারি সমীক্ষায় বিজেপি 113 থেকে 121 টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে জানুয়ারির সমীক্ষায় বিজেপি 98 থেকে 106 টি আসন পেত বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ এই মাসের সমীক্ষায় বিজেপির ঝুলিতে অনেকগুলি আসন সংখ্যা বেড়েছে। অন্যদিকে বাম কংগ্রেস জোট এর জানুয়ারি মাসের সমীক্ষায় 26 থেকে 34 টি আসন বরাদ্দ ছিল। কিন্তু এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আসন সংখ্যা কমে 20 থেকে 28 টি হয়েছে। ওটা সমীক্ষা অনুযায়ী এই মাসে আসন সংখ্যা কমেছে।
এখন শুধুমাত্র ভোটের অপেক্ষা। ভোটের ফল সবকিছু পরিষ্কার করে দেবে যে , কার দখলে যাচ্ছে বাংলার সিংহাসন।