আপনি কি পোস্ট অফিসের একজন গ্রাহক? যদি পোস্ট অফিসের গ্রাহক হয়ে থাকেন তাহলে 1 april থেকে পোস্ট অফিসের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, গ্রাহক কে দিতে হবে বাড়তি টাকা। আসুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
•1 এপ্রিল থেকে পোস্ট অফিসে টাকা জমা ও তোলার ক্ষেত্রে গ্রাহককে বাড়তি টাকা গুনতে হবে।
•পোস্ট অফিসের নতুন নিয়ম অনুসারে, Basic Savings Account এ মাসে চার বার লেনদেন (transaction) করলে বাড়তি টাকা দিতে হবে না কিন্তু চার বারের বেশি লেনদেন হলেই 0.5 শতাংশ অথবা 25 টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে।
•AEPS অর্থাৎ Aadhaar Enabled Payment System এর জন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ গ্রাহকদের অতিরিক্ত লেনদেনের সীমা অতিক্রম করলেই অতিরিক্ত চার্জ দিতে হবে।
• ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকদের টাকা জমা ও তোলার ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক দিতে হবে।
•পোস্ট অফিসে যে কোনো গ্রাহক মাসে 10000 টাকা পর্যন্ত জমা দিতে পারবেন কোন শুল্ক ছাড়াই। কিন্তু মাসে 10000 টাকার বেশি জমা দিলেই 0.5% অথবা 25 টাকা হিসেবে অতিরিক্ত শুল্ক দিতে হবে।
•Savings Account অথবাCurrent Account থেকে মাসে 25 হাজার টাকা তোলা যাবে কোনরূপ শুল্ক ছাড়াই। কিন্তু এর বেশি টাকা তুললে 0.5 শতাংশ হারে অথবা 25 টাকা চার্জ দিতে হবে।
•যেকোনো ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে 5 টাকা করে চার্জ দিতে হবে। অর্থাৎ একাউন্টে যে টাকা টান্সফার করা হবে তার থেকে পাঁচ টাকা বেশি টাকা থাকতে হবে। যদি সেই টাকা না থাকে তবে 100 টাকা জরিমানা দিতে হতে পারে।
•কোনো গ্রাহকের Non-IPPB থাকলে তিনি মাসে তিনটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। এর থেকে বেশি লেনদেন করলে কুড়ি টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে।
•এছাড়াও আসুন দেখে নেওয়া যাক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় কয়েকটি প্রকল্প সম্বন্ধে।
স্বল্প সঞ্চয় প্রকল্প গুলির মধ্যে হলো:-
>সুকন্যা সমৃদ্ধি যোজনা।
>পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
>সিনিয়র সিটিজেন সেভিংস যোজনা।
>পোস্ট অফিস টাইম ডিপোজিট (পাঁচ বছরের মেয়াদ)।
>কিষান বিকাশ পত্র।
>জাতীয় সেভিংস স্কিম।