Skip to content

ড্রাইভিং লাইসেন্স এর নিয়মে বড় বদল, এবার থেকে বেসরকারি কোম্পানিও দিতে পারবে ড্রাইভিং লাইসেন্স

কেন্দ্রীয় সরকার ড্রাইভিং লাইসেন্স (driving licence) দেওয়ার ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নিল। এবার থেকে এনজিও গাড়ি প্রস্তুতকারী সংস্থা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান গাড়ির চালক হওয়ার ছাড়পত্র দিতে পারবে। Ministry of Road Transport and Highway এই নতুন নিয়ম নিয়ে এলো। এই নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি প্রস্তুতকারী কোম্পানির অ্যাসোসিয়েশন ট্রেনিংয়ের পরেই চালকের হাতে লাইসেন্স তুলে দিতে পারবে। বেসরকারি ও প্রাইভেট মোটর ট্রেনিং কোম্পানিগুলি কে একই সুবিধা দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, একমাত্র সরকার স্বীকৃত মোটর ট্রেনিং কোম্পানিগুলিই এই লাইসেন্স দিতে পারবে। তবে আগের মতো RTO অফিস থেকেও এই লাইসেন্স ইস্যু হবে।

ইতিমধ্যেই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সরকারি স্বীকৃতির জন্য অটোনমাস বডি, এনজিও, বেসরকারি কোম্পানি, অটোমোবাইল অ্যাসোসিয়েশনকে আবেদন করতে বলা হয়েছে।

• আবেদনকারীদের এই পরিকাঠামো থাকতে হবে।

যে কেউ চাইলেই Driving Training Institute খুলতে পারবে না ও ড্রাইভিং লাইসেন্স (driving licence) দিতে পারবে না। এই জন্য সরকার কর্তৃক কিছু নিয়ম লাগু করা হয়েছে। এই নিয়মে বলা হয়েছে, Central motor vehicle rule, 1981 অনুসারে পর্যাপ্ত জায়গা থাকতে হবে আবেদনকারীদের। ও তার সাথে পর্যাপ্ত পরিকাঠামো থাকা দরকার।

Driving licence

• বার্ষিক রিপোর্ট (Annual Report) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট রাজ্য সরকার মোটর ট্রেনিং সেন্টার গুলিকে স্বীকৃতি দেবে। আবেদন করার 60 দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং সেন্টার গুলিকে প্রতিবছর RTO বা DTO এর কাছে বার্ষিক রিপোর্ট জমা দিতে হবে। বর্তমানে প্রাইভেট মোটর ট্রেনিং সেন্টারে গাড়ি চালানোর অনুশীলন পান ফ্রেশাররা। কিছু গাড়ি প্রস্তুত কোম্পানিও এই মোটর ট্রেনিং দিয়ে থাকে। অনেক মারুতি শোরুম এর পাশেই দেখতে পাওয়া যায় ড্রাইভিং ট্রেনিং সেন্টার।

প্রসঙ্গত দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে বিভিন্ন নতুন নতুন নিয়ম চালু করা হচ্ছে।অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় ক্রেতা গাড়ি চালাতে সক্ষম কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জটিলতার কারণে গাড়ি কেনা হয় না। তাই যাতে ক্রেতারা আর এই সমস্যার সম্মুখীন না হয় সেজন্যই এই নতুন নিয়ম লাগু করা হলো।

Share