বাঙালি মানেই হুজুগে মাতে, তবে এবার বাঙালির সাথে যাতে হুজুগে মেতে উঠেছিল সারাবিশ্ব। শুধুমাত্র একটি গান, আর সেই গানের তালে তালে নাচ করেছিল সারা বিশ্ব। কখনো রিল কখনো আবার ভিডিও, এই গানের তালে তালে নাচ করেননি এমন মানুষ হয়তো দেখা যাবে না। ঠিকই ধরেছেন আমি কথা বলছি অন্যতম গায়ক বাদাম কাকুর কথা। শুধুমাত্র একটি গান গেয়ে বাদাম কাকু ওরফে ভুবন বাধ্য করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন।
সম্প্রতি মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তার কারণে একটি মোটা অংকের টাকার মালিক হয়েছেন ভুবন বাদ্যকার। আজ তিনি নিজের বাড়ি গাড়ি কিনতে পেরেছেন শুধুমাত্র একটি গানের দৌলতেই। শুধু তাই নয়, একাধিক জনপ্রিয় রিয়্যালিটি শোতে অতিথি হয়ে এসেছেন বাদাম কাকু। তবে এবার যে ঘটনাটি ঘটলো তা দেখে সত্যিই চক্ষুচড়কগাছ হয়ে গেছে গোটা দুনিয়ার মানুষের।
সম্প্রতি দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানের মঞ্চে বাদাম কাকুর হাতে তুলে দেওয়া হল আইফোন ১৩। সম্প্রতি বাদাম কাকুর রাজধানী দিল্লিতে গিয়ে একটি অনুষ্ঠান করার কথা ছিল। জানা যাচ্ছে, ওই অনুষ্ঠান মঞ্চে আইফোনটি পেয়েছেন তিনি। যদিও অনেকেই এই ব্যাপারটিকে অনেকেই বাড়াবাড়ি বলে মনে করেছেন। সম্প্রতি বেশ কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হিরো আলমের সঙ্গে যুগলবন্দী হয়ে গান গেয়েছেন কাচা বাদাম গানের শ্রেষ্ঠ ভুবন বাদ্যকার।
আরো এক জনপ্রিয় ইউটিউবার কেশব দে – এর সঙ্গে একটি বাংলা গানের গলা মিলিয়েছেন বাদাম কাকু। এবার এই আইফোন প্রাপ্তি আরো একবার চমকে দিয়েছে গোটা নেট দুনিয়ায় বাসিন্দাদের। তবে এটুকু অবশ্যই বলা যায়, মাত্র একটি গানের উপর ভিত্তি করে সারা বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করা এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া এক প্রকার সৌভাগ্য ছাড়া হয় না।