Skip to content

BSNL এর দুর্দান্ত প্ল্যানে বাজিমাত! মাত্র 1 টাকার পার্থক্যে প্রত্যেকদিন 2 জিবি ডাটা সহ 365 দিনের বৈধতা

Bharat sanchar Nigam limited

দেশের বৃহত্তম টেলিকম কোম্পানিগুলি যেমন Airtel, Vi, এবং Reliance Jio তাদের রিচার্জ প্ল্যান গুলির মূল্য 20-30% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ যথেষ্ট চিন্তিত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের আশার আলো দেখাচ্ছে দেশীয় টেলিকম সংস্থা BSNL। ফলে বহু মানুষ BSNL এ স্থানান্তর হওয়ার কথা ভাবছেন। মাত্র 1 টাকার পার্থক্যে BSNL গ্রাহকদের বিভিন্ন সুবিধা প্রদান করে সেই রিচার্জ প্ল্যান গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL

• BSNL এর 1499 টাকার রিচার্জ প্ল্যান।

1499 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান এ রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা। এই প্রিপেইড প্ল্যানে 365 দিনের মেয়াদে মোট 24 GB ডেটা পাওয়া যাবে। এটি একটি FRC প্ল্যান এবং এর নাম “বিন্দাস বোল”।

• BSNL এর 1498 টাকার রিচার্জ প্ল্যান।

BSNL-এর 1498 টাকার প্রিপেইড প্ল্যানে 365 দিনের মেয়াদে প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যায়। এটি একটি ডেটা ভাউচার। এই প্ল্যানে SMS এবং কলিংয়ের সুবিধা পাওয়া যাবে না। হাই স্পিড ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পিড 40 kbps-এ নেমে আসে।

Bharat sanchar Nigam limited

• দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে পার্থক্য কী রয়েছে?

1498 প্ল্যানটি একটি ডেটা ভাউচার যেখানে কেবল ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে। কলিং বা SMS এর সুবিধা দেওয়া হয় না। অন্যদিকে 1499 টাকার প্ল্যানটি একটি FRC রিচার্জ। এতে কলিং, SMS ও ডেটা ব্যবহার করার সুবিধা থাকে। গ্রাহক তার প্রয়োজন অনুসারে দুটি রিচার্জ প্লান এর মধ্যে যেকোনো একটি রিচার্জ করতে পারেন।

Share