ভারতের সবচেয়ে ধন-সম্পদ সম্পন্ন ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে তার সম্পত্তির পরিমাণ। শুধু ভারতে নন বিদেশেও দিনে দিনে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন মুকেশ আম্বানি। আমরা সকলেই তার পরিবারের রাজকীয় জীবনযাত্রা সম্পর্কে অবগত। বহু প্রতিবেদন থেকে এবং সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেছে, তার বাড়িতে ৬০০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন। এবং এক একজনের বেতন লক্ষাধিক টাকারও ঊর্ধ্বে। তবে আরো বেশকিছু কাজের জন্য অনেক কর্মচারীরা রয়েছেন যাদের বেতন আপনাকে অবাক করবে।
ভারতের যে প্রাসাদে মুকেশ আম্বানি তার পরিবার নিয়ে থাকেন সেখানে ৬০০ জনেরও অধিক কর্মচারী কাজ করেন। শুধু মোটা টাকার বেতনই পাননা তারা, সাথে পেয়ে থাকেন অজস্র সুযোগ সুবিধাও। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে কত বিলাসবহুল জীবনযাপন করেন তা জানলেই আপনি অবাক হবেন। এবার জানা গেছে, নীতা আম্বানি নাকি তাকে শুধুমাত্র শাড়ি পরিয়ে দেওয়ার লোকেদের পিছনেও লক্ষাধিক টাকা খরচ করেন।
সম্প্রতি মুকেশ আম্বানি পরিবারের সখ, স্বাধীনতার দাম পৌঁছেছে লাখ পেরিয়ে কোটিতে। যে মহিলা নীতা আম্বানি কে শাড়ি পরিয়ে দেন তার জন্য তিনি নাকি লক্ষাধিক টাকা খরচ করেন। সেই ভাগ্যবতী হলেন অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ডলি জৈন (Dolly Jain)। তিনি অত্যাধিক পরিমাণে বেতন উপার্জন করেন নীতা আম্বানির শাড়ি ডিজাইন করে নয় বরং অভিনব কায়দায় শাড়ি পরিয়ে দিয়ে।
নীতা আম্বানি শাড়ি পড়তে খুবই পছন্দ করেন এবং তার বাড়ির যে কোন অনুষ্ঠানে চেহারায় গ্ল্যামার এর সাথে সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে শাড়ি পড়তে দেখা যায়। ডলি কে শুধুমাত্র শাড়ি পরানো হিসেবে নিযুক্ত করার জন্য তিনি লক্ষ লক্ষ টাকা বেতনও দিয়ে থাকেন। নিজের বাড়ির অনুষ্ঠান হোক কিংবা কোনও পার্টি, শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তিনি ডলিকেই (Dolly) বাড়িতে ডেকে নেন।
এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ডলি জৈন লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ধরেছেন। ৩৫০ রকম ভাবে তিনি একটি শাড়িকেই পরিধান করতে পারেন। মাত্র ১৯ সেকেন্ডে অসাধারণ স্টাইলে শাড়ি পড়ে রেকর্ড করেছেন তিনি। জানিয়ে রাখি, শুধু নীতা আম্বানি নন, বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের তিনি নিজের হাতে শাড়ি পরিয়েছেন। ডলি শাড়ি ডিজাইনার নামেই বিখ্যাত। মহিলাদের শাড়ি পড়ানোটাই তার একমাত্র পেশা। বলিউডের বহু অভিনেত্রীকে শাড়ি পরিয়ে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।
কর্ণাটকের বাসিন্দা তিনি। শাড়ি ডিজাইনার হিসেবে বর্তমানে মুম্বাইতেই আছেন তিনি। তার শাড়ি পড়ানোর ধরন বলিউডের একাধিক অভিনেত্রীর সাথে সাথে নীতা আম্বানি খুবই পছন্দ করেন। বলিউড অভিনেত্রী থেকে শুরু করে দক্ষিণী অভিনেত্রীরাও তার কাছ থেকে শাড়ি পরেন।