বর্তমানে যে কোন সিনেমার সিক্যুয়েল তৈরি করা জানো এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। একটি সিনেমা এমন ভাবে শেষ করতে হবে যাতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দ্বিতীয় পর্যায়ের জন্য। বাহুবলি সিনেমাটা এমন ভাবে শেষ করা হয়েছিল যার ফলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল পরবর্তী পর্যায়ে কি হবে তা দেখার জন্য। এই আগ্রহ যত বাড়বে তত ব্যবসা ভালো হবে পরিচালকদের। আর্থিক এই একই পথে হেঁটেছে কেজিএফ অথবা পুষ্পা (pushpa)।
এক কথায় বলা চলে পুষ্পা সিনেমাটির মুক্তির পর সাধারণ মানুষ আরো বেশি করে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আকর্ষিত হয়েছে। এই সিনেমার অসাধারণ ডায়লগ এবং গান আজও মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। সিনেমাটি বক্সঅফিসে বহু রেকর্ড ভেঙে দিয়েছে। এই সিনেমাতে অভিনয় করে আরো একবার সারাবিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন আলু অর্জুন সহ বাকি অভিনেতা অভিনেত্রীরা।
এবার এই সিনেমার সিক্যুয়েল তৈরি করার জন্য প্রস্তুত হয়েছেন পরিচালক। প্রথম সিনেমার অসাধারণ সাফল্যের পর এবার আরও বাজেট বাড়তে চলেছে দ্বিতীয় সিনেমার জন্য। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, নির্মাতারা প্রথম সিনেমাতে খরচ করেছিলেন ১৯৪ কোটি টাকা, কিন্তু এবার ৪০০ কোটি টাকা নিয়ে নামতে চলেছেন পরিচালক।
আগামী বছরের মধ্যে এই সিনেমার শুটিং শেষ হবে বলে মনে করা হচ্ছে। সিনেমার শুটিং শেষ হলে প্রায় চার মাস অতিবাহিত করা হবে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের জন্য। প্রথম সিনেমার প্রোডাকশনে তাড়াহুড়ো করা হয়েছিল তাই এবার কিছুটা সময় বেশি অতিবাহিত করবেন পরিচালক এই ক্ষেত্রে।
ছবির কাস্টিং নিয়ে যদি কথা বলা হয় তাহলে পুষ্পা টু সিনেমাতে বেশ কয়েকজন হিন্দি সিনেমার কলাকুশলীদের দেখা যাবে। তবে কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। দ্বিতীয় সিনেমাটিও যে দুর্দান্ত সাফল্য অর্জন করবে বক্সঅফিসে তা বলাই বাহুল্য।