Skip to content

Lottery কমবেশী সবাই কেটে থাকি, কিন্তু এই সহজ নিয়ম অবলম্বন করলে আপনিও জিততে পারবেন লটারি

আমরা প্রায়ই লটারি (lottery) কেটে থাকি। কিন্তু হতাশ হয়ে পড়ি যখন দিনের পর দিন লটারি কাটলেও লটারি লাগেনা। কারণ লটারি খেলা টি সম্পূর্ণ ভাগ্যের বিষয়। লটারি একটা নাম্বার আপনার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আপনি যদি ভাবেন যে কোন উপায় অবলম্বন করে লটারি কেটে জিতে যাবেন তাহলে এটি ভুল ধারণা।

 

লটারি কাটার পদ্ধতি

আমরা অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা পরিশ্রমের টাকা ব্যয় করে লটারি (lottery) কাটি আমাদের ভবিষ্যৎ পাল্টানোর জন্য। কিন্তু দিনের পর দিন আমাদের অর্থ ব্যয় হয়ে চলে কোন লটারি লাগেনা।

তবে এখন আমরা একটি পদ্ধতি আলোচনা করতে পারি যেটার মাধ্যমে কিছুটা হলেও লটারি খেলা তে কাজে লাগবে।

  • আপনি যখন লটারি কাটবেন তখন চেষ্টা করবেন ছোট সংখ্যার লটারি কেনার। কারণ সমীক্ষায় দেখা গেছে এই ছোট্ট সংখ্যাক এর লটারি জেতার সম্ভাবনা 60 শতাংশ।

 

lottery

  • পরপর সংখ্যা যুক্ত লটারি কিনতে পারেন। যেমন ধরুন – 2-3, 4-5, 7-8।
  • বিগত বছরে কোন কোন টিকিট গুলোতে লটারি জিতেছে সেটি দেখে লটারি কাটতে পারেন। 1995 থেকে 2015 সাল পর্যন্ত সবচেয়ে বেশি 1 অঙ্ক নম্বর থাকা লটারি জিতেছে।
  • সমীক্ষায় দেখা গেছে বিজোড় সংখ্যা এর নম্বরের লটারি গুলি বিগত কয়েক বছরের বেশি জিতেছে। অর্থাৎ আপনি বিজোড় সংখ্যার লটারি গুলি কিনতে পারেন।
  • লটারি নম্বর 8 এর পাশের সংখ্যা বাছাই করে লটারি কিনতে পারেন। অনেক সময় দেখা যায় 7,9 এইসব সংখ্যার লটারি জেতার সম্ভাবনা বেশি থাকে।