দ্রুত পৌঁছানোর জন্য প্রতিদিন মানুষ রেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে আর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে অনেক নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যা হয়তো অনেকেরই অজানা। প্রকৃত পক্ষে যাত্রীদের জন্য ভারতীয় রেল একটি ভ্রমণ বিমার (Travel Insurance) সুবিধা চালু করেছে। ভারতীয় রেল অতীব স্বল্প মূল্যে যাত্রীদের এই সুবিধা প্রদান করতে চলেছে। প্রতিবেদনে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
অত্যন্ত স্বল্প মূল্যে যাত্রীদের বীমা (Low Cost Insurance) প্রদান করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। অনেকেই এই বিষয়ে অজ্ঞাত থাকায় এই বিষয়টি থেকে তারা বঞ্চিত। ট্রেনে টিকিট বুকিং করার সময়ই আপনি পেতে পারেন এই সুবিধা। যখন অনলাইনে টিকিট বুক করেন সেই সময় ট্রাভেল ইন্স্যুরেন্সের (Travel Insurance) নামে একটি অপশন দেখা যায়। আর অপশনটিতে ক্লিক করলেই আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সের (Travel Insurance) নামে একটি অপশন দেখতে পাবেন। আর এর মাধ্যমেই আপনি বিমার সুবিধা পাবেন।
তবে সকলে এই সুবিধা পেতে সক্ষম নন, কারণ স্লিপার বা যে কোনো কোচে টিকিট রিজার্ভেশন করলেই আপনি এই সুবিধা পেতে পারেন। আর রেল কাউন্টার থেকে টিকিট বুক করলে আপনি এই সুবিধা পাবেন। বুক করা মাত্রই বীমা ফর্মের আকারে আপনাকে দেওয়া হবে।
মনে রাখবেন, মাত্র ১ টাকার খরচে আপনি এই বিমা পেতে পারেন। কিন্তু জানেন এতে কি সুবিধা পাবেন? যদি রেল দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে অথবা কোনও অঙ্গ বাদ পড়লে তবে আপনার পরিবার ১০ লক্ষ টাকা আর্থিক সুবিধা পাবে। আর যদি যাত্রী আংশিকভাবে অক্ষম হবে তখন ৭ লক্ষ ৫০ হাজার টাকা অবধি পেতে পারে। গুরুতর আহত হলে ২ লক্ষ টাকা এবং সামান্য আঘাতে ১০ হাজার টাকা অবধি বিমা পেতে পারে।