Skip to content

সৌন্দর্যের দিক থেকে বলিউডের যে কোন অভিনেত্রীদের থেকে পিছনে ফেলে দেবেন অক্ষয় কুমারের শালিকা! দেখুন ছবি

অনেক বছর আগে তৈরি হয়েছিল ‘মুসু মুসু হাসি’ (Musu Musu Hasi) গানটি, যা দর্শকের কাছে আজও সমানতালে সুপারহিট। মনে পড়ে আপনাদের এটা কোন সিনেমার গান ছিল? ৯০ দশকে অভিনেত্রী রিঙ্কি খান্না (Rinkie Khanna)  ‘পেয়ার মে কভি কভি’ (Paayar Main Kabhi Kahbi) ফিল্মের মধ্য দিয়ে বলিউডে (Bollywood) আত্মপ্রকাশ করেছিলেন।

আশা করি এবার সকলেরই মনে পড়ে যাচ্ছে সেই সুন্দরী অভিনেত্রীকে, যিনি শুধুই রাজেশ খান্না (Rajesh Khanna) ও ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) -র কনিষ্ঠ কন্যা এবং অভিনেত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna)-র নিজের একমাত্র বোন ও সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) শ্যালিকা।

তবে অভিনয়  দক্ষতা থাকা সত্ত্বেও রিঙ্কি খান্না (Rinkie Khanna) বলিউডে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেননি। শুধুমাত্র স্টারকিড হিসেবেই পরিচিত রয়ে গেছেন দর্শকদের মধ্যে। এইভাবেই তার ক্যারিয়ারের অবনতি ঘটে।

Twinkle Khanna

প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেওয়া রিঙ্কি, এত সফলতার পরও বলিউডের পার্শ্ববর্তী চরিত্র হয়েই রয়ে গেছেন। ২০০০ সালে তার দ্বিতীয় সিনেমা ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ -তে (Jis Desh Main Ganga Raytha Hai) নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন রিঙ্কি (Rinkie Khanna)। ২০০৪ সাল অবধি একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। বলিউডের পাশাপাশি তামিল ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু প্রথম ছবির পর আর সেইভাবে সফলতা পাননি অভিনেত্রী।

Rinkie Khanna

শুধুমাত্র রাজেশ (Rejesh Khanna) ও ডিম্পলের (Dimple Khanna) মেয়ের পরিচয়ে রয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়,  বর্তমানে তার পরিচয় অক্ষয়কুমার (Akshay Kumar)-এর শ‍্যালিকা হিসাবে।  অথচ শুনলে অবাক হবেন, রিঙ্কি খান্না (Rinkie Khanna) ডেবিউ করা মাত্রই অনেকেই মনে করেছিলেন রাজেশ ও ডিম্পলের যোগ্য উত্তরসূরীর আবির্ভাব ঘটল।কারণ তার দিদি টুইংকেল খান্না (Twinkle Khanna) কোনদিনই অভিনয়কে সিরিয়াসভাবে নেননি। বিয়ের পর অভিনয় জগত থেকে সরে এসে পুরোপুরি লেখালেখিতে মন দিয়েছিলেন টুইঙ্কল।

Rinkie Khanna weeding

নিজের ব্যর্থতাকে স্বীকার করেই অবশেষে ২০০৩ সালের ৮ই ফেব্রুয়ারি সমীর শরণ (Samir Saran) -কে বিয়ে করে লন্ডনে পাড়ি দেন অভিনেত্রী রিঙ্কি খান্না (Rinkie Khanna)। অবশ্য ২০০৪ সালে অভিনেত্রী শেষ ছবি ‘চামেলি’ মুক্তি পেয়েছিল। এরপর সম্পূর্ণভাবে বলিউডকে বিদায় জানান তিনি। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন এই অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের সুন্দরী কন্যা নায়োমিকা (Naomika Saran)-এর সাথে ছবি প্রকাশ্যে আসার পর আবারও নতুন করে খবরের শিরোনাম রিঙ্কি খান্না (Rinkie Khanna)।

Paayar Main Kabhi Kahbi

 

নেটিজেনরা অনেকেই মনে করছেন, নায়োমিকার (Naomika) চেহারায় তাঁর মায়ের তুলনায় মাসি টুইঙ্কলের (Twinkle Khanna) ছাপ একটু বেশিই। অভিনেত্রী রিঙ্কি খান্না পরিবার থেকে শুরু করে সবকিছু থেকেই নিজেকে অনেক দূরে সরিয়ে অন্তরালেই বেশ সুখী আছেন।