Skip to content

টাটা,আদানি ও আম্বানি কে সরাসরি টেক্কা দিতে মাঠে নামতে চলেছে Wipro, কোম্পানি নিল বড় পদক্ষেপ!

img 20230429 150104

উইপ্রো হলো দেশের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থা। এবার তথ্যপ্রযুক্তি ছাড়াও আরো একটি ক্ষেত্রে পা রাখতে চলেছে এই কোম্পানীটি। দেশের অন্যতম প্রধান আইটি কোম্পানী উইপ্রোর একটি ভোগ্যপণ্য কোম্পানী উইপ্রো কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটিং, প্যাকেটজাত খাবারের বাজারে আধিপত্য বিস্তারের প্রস্তুতি নিয়েছে। এই সেক্টরে ইতিমধ্যে উপস্থিত আদানি, আম্বানি এবং টাটাকে সরাসরি প্রতিযোগিতা দেওয়ার জন্য উইপ্রো একটি বড় ঘোষণা করেছে।

azim premji, APJ Abdul Kalam

উইপ্রো জানিয়েছে, তাদের ভোগ্যপণ্য সংস্থা উইপ্রো কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটিং প্যাকেটজাত খাবারের বাজারে পা রাখতে চলেছে। যদিও এই বাজারে ইতিমধ্যেই রমরমা রয়েছে আম্বানি, আদানি এবং টাটার, তবে এই সবের তোয়াক্কা না করে এই বাজারে এই তিন বড় ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে টেক্কা দিতে চাইছে আজিম প্রেমজির সংস্থা উইপ্রো। কোম্পানী ইতিমধ্যেই জোরকদমে কাজ করা শুরু করেছে। সম্প্রতি কোম্পানীটি কেরালার প্যাকেজড ফুড ব্র্যান্ড ব্রাহ্মিনস অধিগ্রহণের ঘোষণা করেছে।

এই ব্র্যান্ডটি কেরলে মশলার মিক্স এবং চটজলদি রান্না করার পণ্য বিক্রি করে। বিশেষজ্ঞদের মতে, উইপ্রোর এই সিদ্ধান্তের ফলে এই সেক্টরে আগামী দিনে ব্যাপক দামের লড়াই দেখা যাবে। এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি ব্রাহ্মিনসকে কত টাকায় অধিগ্রহণ করা হয়েছে তা এখননো প্রকাশ করেনি। কোম্পানীটি জানিয়েছে, এটি একটি নগদ চুক্তি। ব্রাহ্মিনস কোম্পানী ১৯৮৭ সালে শুরু হয়েছিল। এটি প্রাক-মিক্স, মসলা, আচার জাতীয় পণ্য বিক্রি করত। শুধু ভারতেই নয়, আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অন্যান্য দেশেও এই কোম্পানীর পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

wipro chairman azim premji

দক্ষিণ ভারতের বাজারে ব্রাহ্মিনস এক নম্বরে রয়েছে। আজিম প্রেমজির কোম্পানী উইপ্রো প্রায় ৫ লাখ কোটি টাকার দ্রুত বর্ধনশীল ভারতীয় প্যাকেজড ফুড বাজারে তার আধিপত্য বাড়াতে ক্রমাগত তার পোর্টফোলিও প্রসারিত করছে। ব্রাহ্মিনস অধিগ্রহণের ঘোষণা করার আগে উইপ্রো গত বছর অর্থাৎ ২০২২ সালে নিরাপারা অধিগ্রহণ করেছি। উইপ্রো কনজিউমার কেয়ার, সাবান, পাউডার, ব্যক্তিগত এবং হোম কেয়ার হাইজিন পণ্য বিক্রি করছে। উইপ্রোর এই সংস্থার অধীনে রয়েছে সন্তুর, ইয়ার্ডলির মতো ব্র্যান্ড।