Skip to content

কুকুরের উৎপাত কমাতে নীল জলভর্তি বোতল ঝুলিয়ে রাখা কতটা কার্যকরী? জানুন এর পেছনের বৈজ্ঞানিক কারণ

    img 20230318 114314

    কুকুর কম বেশি সকলেরই পছন্দের পোষ্য। অনেক বাড়িতেই কুকুর পুষতে পছন্দ করেন। আবার অনেকে একেবারে সহ্যই করতে পারেন না। বেশ কয়েক মাস ধরে কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকার গলিতে গলিতে কুকুরের উৎপাত বাড়তে শুরু করেছিল। তাই এই উৎপাত থেকে রেহাই পেতে বাড়ির দরজায় দরজায় নীল রঙের বোতল ঝোলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে  (Blue Water Bottles For Dogs)। কারণ অনেকের মতামত অনুযায়ী, নীল জলের বোতল ঝুলিয়ে রাখলে নাকি কুকুর ধারে কাছে আসে না। তবে এটা কি আদৌও সত্যি? চলুন এই প্রতিবেদন থেকে জেনে নিন ব্যাপারটি কতটা যুক্তিসম্মত।

    Dogs

    প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে কলকাতার সহ শহরতলি যেমন সিঁথি, বরাহনগর, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর পৌরসভা অঞ্চল গুলিতে বেড়ে চলেছিল কুকুরের উপদ্রব। এর ফলে পৌরসভার তরফ থেকে প্রত্যেক বাড়ির দরজার সামনে বোতলে নীল জল ভরে রাখার পরামর্শ দেওয়া হয়। তাদের মতে এই বোতলের নীল জলে কুকুরের উপদ্রব কমতে পারে। অনেক এলাকাবাসী এই টোটকা ব্যবহার করে উপকার পেয়েছেন বলে জানিয়েছেন।

    Blue water

    তবে বাড়ির সামনে নীল রঙের বোতল ঝোলালে যে কুকুরের উপদ্রব কমে সেই বিষয়ে কতটা বৈজ্ঞানিক সত্যতা আছে তা দেখে নেওয়া যাক। আদৌ কি এর পিছনে কোন বৈজ্ঞানিক কারণ রয়েছে? নাকি সবটাই মনগড়া গল্প। আসলে অনেক সময়ই দেখা যায় দরজায় দরজায় নীল জলের বোতল ঝুলিয়ে রাখা আছে। তবে এতে কোন কাজ হয় না কারণ দেখা গেছে উল্টে ওই বোতলেই কুকুর এসে প্রস্রাব করে যাচ্ছে।

    Dog

    বিশেষজ্ঞদের দাবি, এই ব্যাপারটি আদৌও সত্যি নয় শুধু গুজব মাত্র। এতে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। নীল রঙের বোতল ঝোলানোর সাথে কুকুরের উৎপাত কমে যাওয়ার কোনও সম্পর্ক নেই। বিশেষজ্ঞদের মতে এই উপায়ে কুকুরকে দমিয়ে রাখা যায় না। কারণ কুকুররা কম শক্তিশালী হওয়ায় কোনও রং-ই শনাক্ত করতে পারে না। তাই নীল রঙের বোতলে কুকুরের উৎপাত কমবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন।