Skip to content

2 কিমি লম্বা যাত্রীবাহী ট্রেন তৈরি করে তাক লাগিয়ে দিল সুইজারল্যান্ড, এত লম্বা ট্রেন তৈরি করার কারণ কি?

img 20230108 181446

বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থা হল ভারতীয় রেল (Indian Railway)। অসংখ্য ট্রেনের রুট রয়েছে এই দেশে। এক এক দিনে কোটি কোটি যাত্রী বহন করতে পারে ভারতীয় রেল পরিষেবা। তবে সম্প্রতি সুইজারল্যান্ডে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম যাত্রীবাহী ট্রেন (The world’s largest passenger train)। সুইজারল্যান্ড বিখ্যাত রেল কোম্পানি এই ট্রেনটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন। ইতিমধ্যেই ট্রেনটি প্যাসেঞ্জার সমেত চলাচল শুরু করে দিয়েছে। এর মধ্যেই অসংখ্য পর্যটক নিয়ে আল্পস পর্বতের (Alps Mountain) নৈসর্গিক পর্যন্ত যাত্রা করা হয়ে গেছে এই ট্রেনের। চলুন এই ট্রেনের সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Longest train

বিশ্বের দীর্ঘতম রেল চলাচল করছে সুইৎজারল্যান্ডে (Switzerland)। ২ কিমি দৈর্ঘ্য সম্পন্ন ১০০টি কোচ বিশিষ্ট  এই ট্রেনটি চালায় সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পানি (The Rhaetian Railway Company)। কোম্পানিটি সুইস রেলওয়ের সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, এই দীর্ঘতম রেলওয়ে কোম্পানিটি তৈরি করেছেন রাইটিয়ান রেলওয়ে কোম্পানি (Wrightian Railway Company)। যেহেতু সুইস রেলের এই বছর ১৭৫ তম জন্মদিন, তাই রাতিয়ান রেলওয়ে বিশ্ব রেকর্ড করার জন্য এই ট্রেনের উৎপত্তি। এই ট্রেনে চড়বে পারবে অজস্র মানুষ। মোট ৪৫৫০ টি আসন রাখা হয়েছে এই ট্রেনে।

Train

খবর সূত্রে জানা গেছে, ২২টি টানেল ও ৪৮টি সেতুর মধ্যে দিয়ে ট্রেনটি চলাচল করবে। বর্তমানে এই ট্রেনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আলবুলা/বার্নিনা রুটে চলেছে। এই ২ কিমি দীর্ঘ ট্রেনটি চালাতে সময় লাগে ১ ঘন্টা। এই ট্রেনটি  ২৫ কিমি রাস্তা অতিক্রম করেছেন আলপ্স পর্বতের মধ্যে দিয়ে। ট্রেনটির  এই ২৫ টি বিভাগ রাস্তার মধ্যে স্পষ্ট। এই দীর্ঘ ট্রেনটি একবার দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকে।