Skip to content

শুধুমাত্র এই কারণের জন্যই ঋতুপর্ণা-প্রসেনজিৎ একসাথে ছবি করা করেছিলেন বন্ধ! বেরিয়ে এলো আসল সত্য

    img 20221211 090759

    একসময় টলিউডের (Tollywood) সবচেয়ে জনপ্রিয় দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chattapadhay) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অনস্ক্রিনে সবচেয়ে সেরা জুটি ছিলেন। একসাথে ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তারা। সেই সময় তাদের প্রতিটি ছবি ছিল সুপারহিট। অন স্ক্রিন হোক কিংবা অফ স্ক্রিন দর্শকরা, তাদের একসাথে দেখে সবসময় পছন্দ করতেন। দর্শকরা দেখলেই মনে করতেন তাদের বাস্তবেও অনেক ভালো সম্পর্ক রয়েছে।

    Prosenjit,Rituparna

    এ কথা সত্যি। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক খুবই ভালো। তারা একই ছবিতে একসঙ্গে কাজ করতে বেশ পছন্দও করতেন। তবে এমন একটা সময় হল যখন দুই অভিনীত অভিনেত্রীই ছবিতে একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন। তখন দর্শকরা তাদের দুজনকেই খুবই মিস করতেন। দীর্ঘ ১০ বছর ধরে তারা একসাথে অনস্ক্রিন কোনও কাজ করেননি।

    Rituparna, Prosenjit

    সে সময় টলিউডে দর্শকদের সবচেয়ে চাহিদা সম্পন্ন জুটি ছিল প্রসেনজিত-ঋতুপর্ণা। এখন একছত্রভাবে কাজ করে এই জুটি নিয়ে বহু সমালোচনাও হয়েছে। বর্তমানে অনেক অভিনেতা-অভনেত্রীর মুখে শোনা যায়, সেই সময় নাকি এই জুটির কারণে অনেকেই টলিউডের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেননি। পরবর্তীতে তারা সরাসরি এই অভিযোগ তোলেন ঋতুপর্ণা প্রসেনজিৎ এর দিকেই।

    Pic of Rituparna, Prosenjit

    সফলতার চূড়ায় থাকতে থাকতেই হঠাৎই ভেঙ্গে পড়েছিল তাদের জুটি এবং তাদের জুটি এমন সময় ভেঙেছিল যখন তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা শুরু হয়। সেই সময় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে ভাঙতে বসেছিল, সাথে ঋতুপর্ণার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

    Rituparna Sengupta

    চারিদিকে তাদের সম্পর্ক নিয়ে এত মিথ্যে রটনা রটার ফলে অবশেষে তারা একসঙ্গে চলচ্চিত্র না করার সিদ্ধান্ত নেন। তারপর ঋতুপর্ণা বিবাহ করেন। তবে তখনও দর্শকরা প্রসেনজিৎ ও তার সম্পর্কে সমালোচনা নিয়ে বেশ উত্তেজিত। অনেকের মতে ঋতুপর্ণার বিয়ের দিন প্রসেনজিতের মুখে বিমর্ষতার ছাপ দেখা গিয়েছিল।

    Prosenjit weds rituparna

    তবে এতকিছুর পর দীর্ঘ ১০ বছর বাদে শিবপ্রসাদ এবং নন্দিতার ‘প্রাক্তন’ ছবির হাত ধরে বড় পর্দায় ফিরে ছিলেন তারা। সম্প্রতি ঋতুপর্ণা কে এবার ক্যামিও চরিত্রে দেখা যাবে প্রসেনজিতের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’তে। ছবির নামও খুবই আকর্ষণীয়। বহু বছর বাদে টলিউড ইন্ডাস্ট্রিতে এই জুটিকে ফিরে পেয়ে দর্শকরা ভীষণ খুশি।