বর্তমানে ভারতীয় রেলের এক যুগান্তকারী প্রযুক্তির বাস্তবায়ন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই মুহূর্তে ভারতের মাত্র কয়েকটি রুটে কিছু সংখ্যক বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করলেও, কেন্দ্র সরকার এবং ভারতীয় রেলের মতে আগামী দিনে ভারতের সর্বত্রই পৌঁছে যাবে এই রেল। নতুন এই বন্দে ভারত নিয়ে সব মানুষের মধ্যেই কম বেশি নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেসের দুর্দান্ত গতিবেগ, এর স্বয়ংক্রিয় দরজা এবং চারিদিকে ঘুরতে পারা আরামদায়ক চেয়ারের ব্যবস্থা, বড় বড় কাঁচের জানালা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাত্রীদের কৌতুহলের অন্ত নেই। এরই মধ্যে আবার দেশবাসীদের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে। বর্তমানে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন কেন এত ধরনের রঙ থাকতে বন্দে ভারতের জন্য এই সাদা-নীল রঙটা বেছে নেওয়া হল?
ভারতে যেসমস্ত ট্রেন রয়েছে তাদের রঙ সম্ভবত লাল নয়তো নীল। আবার কোনও কোনও ক্ষেত্রে অন্যান্য রঙ-ও ব্যবহার করা হয়। তবে ব্যাতিক্রম বন্দে ভারত ট্রেন। কারণ একদম প্রথম থেকেই এই ট্রেনের রঙ সাদা-নীল। তবে কেন? সেই প্রশ্নের উত্তরে ICF এর এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, “প্রথম দিকে বন্দে ভারত এক্সপ্রেসে কালো রঙ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা সাদা রঙ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নোংরা হয়ে যেতে পারে এমন চিন্তার কোনও কারণ নেই। কারণ এক্সপ্রেসটির রঙ ভালো রাখার জন্য অনেক ধরনের ব্যবস্থা করা আছে।”
প্রকৃত ব্যাপারটি হল, ভারতীয় রেল এই এক্সপ্রেসের নকশায় ইউরোপের বুলেট ট্রেনের আদল রাখার চেষ্টা চালিয়েছিলেন। তবে শুধু নীল সাদা নয়, এর পাশাপাশি ব্যবহার করতে চেয়েছিলেন আরও বেশ কয়েকটি রঙ। বন্দে ভারত এক্সপ্রেসে মোট ৬ ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। নীল সাদা রঙের এই দুরন্ত গতির এক্সপ্রেস অনেক পিচ্ছিল এবং ট্রেনের গায়ে ধুলো জমবে না।