সবাই আমরা LPG সিলিন্ডার ব্যবহার করি। LPG এর পুরো অর্থ Liquefied petroleum gas। কিন্তু কখনও কি ভেবেছেন সিলিন্ডার গুলোর রং লাল হয় কেন? অনন্ত ডোমেস্টিক ব্যবহারের ক্ষেত্রেই লাল রঙটা ব্যবহার করা হয়। ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় হয়তো নীল রঙের সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে আপনি কি জানেন কেন LPG তে লাল রঙের সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে আসল কারণ কী? চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
প্রধানত দুটি কারণে LPG সিলিন্ডার লাল রঙের হয়ে থাকে। এই দুটি কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, সিলিন্ডারের (Cylinder) লাল রঙ হওয়ার পিছনে কারণ হিসাবে বলা যায়, LPG গ্যাস অত্যন্ত বেশী দাহ্য এবং সেই কারণেই বিপদমূলক সংকেত নির্দেশ দেওয়ার জন্য লাল রঙের ব্যবহার অত্যন্ত জরুরি।
এছাড়াও অন্যতম একটি কারণ হল, কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিন্ডারের রং হয় ধূসর আর নাইট্রাস অক্সাইডের রং নীল হওয়ার কারণে গ্যাস সিলিন্ডার দেখে কোন গ্যাস সেটি চেনার জন্য LPG সিলিন্ডারের রঙ লাল করা হয়।
তবে ব্যবসায়িক ক্ষেত্রে নীল রঙের সিলিন্ডারই ব্যবহার করা জরুরি। কিন্তু বাড়িতে যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হয় সেগুলি হয় লাল রঙের।