অনেকদিন আগে থেকেই 5G ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার নানান তথ্য সবার সামনে আসছে। আর তবে থেকেই মানুষের পক্ষ থেকে 5G সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। এই ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে যেন মানুষের প্রশ্নের কোনো সমাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে না। একটি প্রশ্নের উত্তর পেতে না পেতেই অপর প্রশ্ন হাজির হচ্ছে। শোনা যাচ্ছে 5G পরিষেবা অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে। জানা গেছে সব শহরে এই 5G ইন্টারনেটের কানেক্টিভিটি না পাওয়া গেলেও অনেক বড় বড় শহরেই এই কানেক্টিভিটি পাওয়া সম্ভব।
ভারতে 5G লঞ্চের পরিকল্পনা Jio, Airtel এবং Vi এই কোম্পানিগুলিই সকলকে জানিয়ে দিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত এজিএম মিটিংয়ে পর জিও তার পুরো প্ল্যানের ব্যাপারে সকলকে জানিয়েছিল। অন্যদিকে Airtel ও Vi তাদের যাবতীয় তথ্য বিভিন্ন সময় সকলকে জানিয়ে চলেছেন। এজিএম অনুষ্ঠানে jio প্রমাণ করেছে যে অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ দীপাবলীর সময় কলকাতা, দিল্লী, মুম্বাই, চেন্নাই সহ আরো বড় বড় শহরগুলিতে লাইভ হবে আর ২০২৩ সালে গোটা দেশে 5G ইন্টারনেট পরিষেবা ভালোভাবে চালু হয়ে যাবে বলে জানা গেছে।
যখন 4G নেটওয়ার্ক চালু হয়েছিল তখন রিচার্জ প্ল্যানে একটি বিশাল বড় পরিবর্তন দেখা দিয়েছিল। এই পরিবর্তন শুধু নামের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, ব্যবহারিক দিক থেকেও ছিল। পূর্বে কলিং পরিষেবার উপর এই সমস্ত রিচার্জ প্ল্যান এর মূল উদ্দেশ্য ছিল। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল ডেটা সার্ভিস এর উপর।
JIO পরিষেবা চালু হওয়ায় টেলিকম ব্যবসায় একটি বড় পরিবর্তন এসেছিল। প্রথমবার গ্রাহকরা আনলিমিটেড কল এবং সাথে ডেটার মতো পরিষেবার অভিজ্ঞতা করতে পেরেছিল। পূর্বে প্রত্যেকে 3GB থেকে 4GB ডেটাতে পুরো মাস চালিয়ে নিত। কিন্তু জিও পরিষেবা চালু হওয়ার পর ডেটা খরচ প্রায় 1GB পর্যন্ত পৌঁছে গেছে। সময় সময় পরিবর্তন হয়েছে রিচার্জ প্ল্যানে এবং সংস্থাগুলি কলিং এর পরিবর্তনের চেয়েও ডেটা প্ল্যানের প্রতি বেশি ফোকাস দিতে শুরু করেন।
4G প্ল্যানের মতন 5G তেও কি দুর্দান্ত পরিষেবা থাকবে…..
বর্তমানে আমরা যখনই রিচার্জ করাই তখনই আমাদের ফোকাস নিবদ্ধ থাকে ডেটা প্ল্যানের দিকে। ডেটা প্ল্যানের ক্ষেত্রে প্রতিনিয়ত অনেক পরিবর্তন দেখা যায় তবে 5G প্ল্যানে এত বড় পরিবর্তন নাও দেখা যেতে পারে তবে রিচার্জের নামে অবশ্যই পরিবর্তন দেখা যাবে। আসলে টেলিকম সংস্থাগুলির মতে, ARPU অনেক দিন ধরেই কমছে। বেশ কয়েকটি সংস্থা 5G পরিষেবার সাথে সুযোগ পাবে তাদের ARPU উন্নত করার।
কারা পাবে 5G পরিষেবা …..
এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল বলেছেন, 5G পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের আগের তুলনায় একটু বেশি খরচ করতে হবে।