Skip to content

ছোট্ট বোনকে কোলে নিয়ে হাসা এই মেয়েটি আজ বলিউডে করছে রাজত্ব, নিজের দমে করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি

  • June 5, 2022

সোশ্যাল মিডিয়াতে কোন জিনিস ভাইরাস হলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কোটি কোটি নেট দুনিয়ার মানুষ সেই জিনিস দেখে নিজেদের মতামত প্রকাশ করেন। সাধারণ মানুষ হলে তাও মানা যায় কিন্তু কোন সেলিব্রেটি হলে তো আর কথাই নেই। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। বলিউডের একজন অসাধারণ অভিনেত্রী ছোটবেলার ছবি মিডিয়ায় ভাইরাল হতেই ভূতের মধ্যে ছড়িয়ে পড়ে তা নেট দুনিয়ায়।

Taapsee Pannu

ছবিটা খুবই সুন্দর। তাতে দেখা যাচ্ছে দুটো বাচ্চা মেয়ে এক সঙ্গে রয়েছেন। একটি বাচ্চা মেয়ে নিজের বোনকে কোলে করে নিয়ে আছে। এই ছবি দেখা মাত্রই ভক্তরা বুঝতে পেরেছেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় বলিউড সুপারস্টার তাপসী পান্নু (Taapsee Pannu)। ছবিতে তাপস এবং তার বোনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

Taapsee Pannu

এই ছবি দেখার মত অনেকেই তাকে চিনতে পেরেছেন এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য ভরিয়ে দিয়েছেন তাদেরকে। ছবি তাপসী পান্নু শুধু বলিউডের নয় এর পূর্বে তিনি দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অসাধারণ কাজ করেছেন। তার প্রতিটি চরিত্রের অভিনয়ে মুগ্ধ হয়ে যান  দর্শকগণ। তার অভিনীত এখনো পর্যন্ত কোন সিনেমায় ফ্লপ হয়নি বরং সবকটি সিনেমা সুপারহিট।

Taapsee Pannu

তার অভিনীত সুপারহিট সিনেমা গুলির মধ্যে – পিঙ্ক (Pink), থাপ্পদ (Thapad), বদলা (Badla) অন্যতম। বর্তমানে তিনি তার পরিশ্রমের দরুন আজ বলিউডে রাজত্ব করছে এবং তিনি নিজেই কোটি কোটি টাকার মালিক।