Skip to content

সিদ্ধার্থ নাকি কিয়ারা, কার ব্যক্তিগত সম্পত্তি বেশি? সম্পত্তির পরিমাণ শুনলে আপনার মাথা ঘুরে যাবে!

    img 20230215 094812

    সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের দুই বিখ্যাত অভিনীত অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। দীর্ঘ ৫ বছর ধরে বন্ধুত্ব এবং ৩ বছরের সম্পর্কে মেল বন্ধন হয়েছে আজ। নেটিজেনরা বহুবছর ধরেই তাদের বিয়ে দেখার জন্য অপেক্ষায় ছিলেন। সেটাই আজ পূরণ হওয়ার কারণে সবাই ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চার বিষয় এখন সিদ্ধার্থ আর কিয়ারা’র বিয়ে।

    Sidharth Malhotra

    সিদ্ধার্থ-কিয়ারার এই এক্সক্লুসিভ বিয়েতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। তারা বিয়ের আয়োজন করেছিলেন জয়সালমীরের দূর্গে, যার খরচ বাবদ কয়েক কোটিরও উর্ধ্বে। আনুমানিক ৬ থেকে ৮ কোটি টাকা। এবার অনেকেই জানতে আগ্রহী যে সিদ্ধার্থ ও কিয়ারা কে বেশি ধনী।

    Kiara Sidharth

    তাহলে জানিয়ে কিয়ারর তুলনায় সিদ্ধার্থ মালহোত্র বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাই তার সম্পত্তির পরিমাণ কিয়ারা আদভানি’র থেকেও অনেক বেশি। বিভিন্ন প্রতিবেদন স্বরূপ জানা গেছে যেখানে সিদ্ধার্থ মালহোত্রা তা নিজস্ব ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটা মাত্র ভালো ছবি করেছেন বাকি সবই ফ্লপ। তবুও তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উর্ধ্বে।

    Sidharth Malhotra kiara Advani

    অপরদিকে কিয়ারা আদভানি পরপর দুর্দান্ত হিট সিনেমা করা সত্ত্বেও বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ২৩ কোটি টাকার উর্ধ্বে। তবে দুজনেরই আয় উপার্জন খুব ভালো হওয়ায় তারা নিজস্ব বাড়ি এবং গাড়িতে বিলাসবহুল জীবন কাটান। সিদ্ধার্থ মালহত্রার কাছে আছে দুটি বিলাসবহুল গাড়ি তেমন কিয়ারার কাছেও রয়েছে তিনটি দামি ব্র্যান্ডের গাড়ি।

    Sidharth and Kiara

    এক কথায় বলা যায় এই দুই দম্পতি আর্থিক দিক থেকে বেশ স্বচ্ছল। বিশেষত ‘শেরশাহ’ সিনেমার পরই দুজনের ক্যারিয়ার তুঙ্গে পৌঁছেছিল। আজ তাদের এই দাম্পত্য জীবনের জন্য অনেক শুভ কামনা রইল।