Skip to content

আপনি কি জানেন কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী? ভারতের স্থান কত নম্বরে জেনে নিন!

  img 20230119 144913

  বিদেশে বেড়াতে গেলে পাসপোর্ট অবশ্যই প্রয়োজন। আপনারা কি জানেন কোন দেশের পাসপোর্ট সব থেকে শক্তিশালী ? বেশ বহুদিন ধরেই বিভিন্ন দেশের পাসপোর্ট-এর মধ্যে কোন পাসপোর্ট বেশি শক্তিশালী তা উঠানামা করছিল। ভারত এগিয়ে ছিল তবে অবশেষে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেল কোন দেশের পাসপোর্ট তা জানেন?

  Korea passport

  জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। কারণ একমাত্র এই দেশের পাসপোর্টের জন্যই ১৯৩ টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার মেলে। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ এ বিশ্বের সেরা পাসপোর্ট এর তালিকায় জাপানকে প্রথম স্থান দেওয়া হয়েছে।

  Espana

  এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আরও দুটি দেশ সিঙ্গাপুর (Singapore) এবং দক্ষিণ কোরিয়া (South Korea)। এই দুটি দেশের পাসপোর্ট দিয়ে মোট ১৯২ টি দেশ ভ্রমণ করা সম্ভব। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি (Germany) এবং স্পেন (Spain)। এই দুটি দেশের পাসপোর্ট এর মাধ্যমে ১৯০ টি দেশ ভ্রমণ করা সম্ভব।

  Indian passport

  এই তালিকায় ভারতের অবস্থান আগে তুলনায় ২ ঘরে এগিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পূর্ব ভারতের স্থান ছিল ৮৭ নম্বরে এবং বর্তমানে তাই এগিয়ে হয়েছে ৮৫।

  See also  ফ্যাশন এবং গ্লামারের দিক থেকে উরফি জাভেদের তিন বোন টেক্কা দেবে বলিউডের যে কোন অভিনেত্রীদের! দেখুন ছবি