৯০ দশকের সময় বলিউডে (Bollywood) পদার্পণ করেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক সুদক্ষশীল অভিনেতা অভিনেত্রী। কেউ কেউ সফলতা চূড়ায় পৌঁছেছেন আবার কেউ কেউ শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে বিশ শতকের প্রথম দিকেও একজন দক্ষিণী সুন্দরী অভিনেত্রী হিন্দি সিনেমার জগতে পা রেখেছিলেন। যিনি হলেন আসিন (Asin)।
২০০৮ সালে বলিউডের মিস্টার পারফেক্সানিস্ট আমির খানের (Amir Khan) ‘গজনি’ (Ghajini) ছবিটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাতেই আমির খানের বিপরীতে দেখা গিয়েছিল দক্ষিণের সুন্দরী অভিনেত্রী আসিন’কে (Asin)। এই সিনেমায় তার অভিনয় দক্ষতা এবং সুন্দর স্ক্রিন প্রেজেন্ট রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিল। এই গজনি সিনেমাটি সারা পৃথিবী থেকে বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল।
‘গজনি’ (Ghajani) সিনেমার সাফল্য আসিনকে (Asin) রাতারাতি লাইন লাইটের শীর্ষে পৌঁছে দিয়েছিল। তারপর তিনি বলিউডের অনেক প্রবীণ অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। যেমন- সালমান খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) প্রমুখ।
এমন কি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের মতো অভিনেতাদের সাথে অনেক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন এই অভিনেত্রী। ‘Ready’ সিনেমাতে সালমানের (Salman Khan) সাথে আসিনে’র (Asin) ‘Dhinka Chika’ গানের নাচের হুক স্টেপ আজও সকলের কাছে ভীষণ বিখ্যাত।
বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার পূর্বে অভিনেত্রী আসিন (Asin) দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছেন। প্রথমে তিনি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন এবং তারপর ধীরে ধীরে বহু ইন্ডাস্ট্রির চোখের মনি হয়ে ওঠেন তিনি।
অভিনেত্রী আসিনে’র (Asin) উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে ‘রেডি’ (Ready), ‘খিলাড়ি 786’ (Khiladi 786), ‘বোল বচ্চন’ (Bol Bachchan) এবং ‘হাউসফুল ২’ (Houseful 2) এই ৪ টি সিনেমা তার কেরিয়ারে বক্স অফিস কাঁপিয়েছিল। এরপর ২০১৬ সালে মোবাইল ফোন প্রস্তুতকারক ভারতীয় সংস্থা মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার (Rahul Sharma is the co-founder of Micromax) সাথে অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেন। এরপর থেকেই তিনি অভিনয় জগত থেকে একেবারে দূরে সরে যান। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই অভিনেত্রী বেশ ভালো আছেন।