Skip to content

কে এই রাধিকা মার্চেন্ট যিনি আম্বানি পরিবারের হতে চলেছেন পুত্রবধূ! জেনে নিন তার পুরো পরিচয়

img 20230101 222331

রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি তার পরিবার সহ সবসময় বিভিন্ন কারণেবডজঠমণ খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি দাদু-দিদা হয়েছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তাদের মেয়ে ইশা আম্বানির কোল আলো করে এসেছে ফুটফুটে দুটি যমজ সন্তান। আপনারা সকলেই জানেন তার পুত্র আকাশ আম্বানি এবং পুত্রবধুর শ্লোকার কথা। তবে আজ আপনাকে রাধিকা মার্চেন্ট অর্থাৎ তাদের বাড়ির ছোট পুত্র বধুর কথা বলব।

Radhika Merchant

 

একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হলেন রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)। আরঙ্গেট্রাম অনুষ্ঠানের সময় তিনি বিশেষভাবে লাইম-লাইটে এসেছিলেন। খুব রাজকীয় ভঙ্গিতে পুত্রবধূর আরঙ্গেট্রাম উদযাপন করেছেন নীতা আম্বানি। এরপর থেকেই রাধিকার খবর আসতে থাকে খবরের শিরোনামে। বর্তমানে রাধিকা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির হবু স্ত্রী।

Radhika Merchant

খবর সূত্রে, ২০১৯ সালে রাধিকা ও অনন্ত-এর বিবাহ নিয়ে গুজব শোনা গিয়েছিল। তবে সেই সময় উভয় পরিবারই কোনও আনুষ্ঠানিক প্রকাশ করেনি। তবে এটা বোঝা গিয়েছিল তারা আম্বানি পরিবারের খুবই কাছের। আসলে তিনি মুকেশ আম্বানির ঘনিষ্ঠ বন্ধু বীরেন মার্চেন্টের কন্যা।

Radhika Merchant

বীরেন মার্চেন্ট হলেন এনকোর হেলথ কেয়ারের সিইও। রাধিকা, বীরেন ও শ্যালা মার্চেন্ট এর একমাত্র কন্যা। রাধিকা শুধু নৃত্যশিল্পী নয় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করেছেন অর্থনীতিতে। জানা যায়, অনন্ত ও রাধিকার পড়াশোনা সূত্রেই আলাপ হয়েছিল। এছাড়াও রাধিকার সাথে আম্বানি পরিবারের সকলের ভালো বন্ধুত্ব আছে। খুবই শ্রীঘই রাধিকার বিবাহ ঘোষিত হবে আম্বানি পরিবারে।