অক্টোবর থেকে জানুয়ারি এই ৩ টি মাসে সমস্ত কাজ থেকে প্রত্যেকেই সবচেয়ে বেশি ছুটি পায় এবং ভ্রমণ পিপাসু মানুষরা সেই সুযোগে প্রাকৃতিক সুন্দরতায় ভরপুর পাহাড়ি অঞ্চল কিংবা সমুদ্র সৈকতের মতো জায়গায় ঘুরতে যায়। যারা পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, আজকের এই প্রতিবেদনটি তাদের জন্য। স্বল্প খরচেই ভ্রমণ করে আসুন এই ৪ টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিলস্টেশনগুলিতে (4 beautiful hill stations at low cost)।
১) নেপাল (Nepal)
ভারতের অন্যতম সুন্দর প্রতিবেশি দেশ নেপাল (Nepal) সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তবে শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, এছাড়াও বেশ কিছু ঐতিহ্য সম্পন্ন স্থাপত্য, যেমন– স্বয়ম্ভুনাথ স্তূপ, পশুপতিনাথ মন্দির, বৌদ্ধ স্তূপ ও দুর্দান্ত সব মঠ দেখতে পাওয়া যায়। এখানে যাতায়াত খরচ থেকে শুরু করে থাকা, খাওয়ার মূল্য খরচ খুবই কম।
২) শিলিগুড়ি (Siliguri)
বেশ অল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সবচেয়ে সেরা জায়গা হল শিলিগুড়ি (Siliguri)। এখানেই সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালার দৃশ্য। এছাড়াও এখানের সালুগাড়া বৌদ্ধ বিহার ও ইসকন মন্দির মতো ঐতিহ্যের দর্শন পাওয়া যায়। তাই নতুন বছরে পরিবার বা প্রিয় মানুষদের নিয়ে অনায়াসেই এই জায়গা ভ্রমণ করে আসতে পারেন।
৩) দার্জিলিং (Darjeeling)
বাংলার মানুষের কাছে সবচেয়ে পছন্দের ট্যুরিস্ট প্লেস হল দার্জিলিং (Darjeeling)। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানকে পাহাড়ের রাণীও (Queen Of Hills) বলা হয়। এখানে লেলেগাঁও নামে একটি জায়গায় সবুজে ভরা বন এবং শান্ত উপত্যকা দেখা যায়। তাই কম খরচে নতুন বছরের স্বপরিবারে দার্জিলিং ঘুরে আসুন এবং ওখানে বিশ্ব বিখ্যাত চা-এর স্বাদ নিতে যেন ভুলবেন না।
৪) ডুয়ার্স (Dooars)
কম খরচায় ভুটানের প্রাকৃতিক প্রবেশদ্বার ডুয়ার্সে ঘুরে আসার মতো ভালো বিকল্প আর কিছু নেই। এখানের মনোরম প্রাকৃতিক দৃশ্য, নদী ও জলপ্রপাত সহজেই আপনার মনকে আকর্ষণ করবে।