বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সকল ইন্ডাস্ট্রি র অভিনেতা অভিনেত্রীরা পারিশ্রমিক হিসেবে ধার্য করেন ১০০ কোটি টাকা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন, ১২০ কোটি টাকা পারিশ্রমিক ধার্য করে দক্ষিণী অভিনেতা থালাপাখি বিজয় (Vijay Thalapathy).
জনপ্রিয় সিনেমা লিও (Leo) যা দক্ষিণী সুপারস্টার থালাপাখি বিজয় (Vijay Thalapathy) অভিনীত। সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে থালাপাখি বিজয় তার নতুন সিনেমার প্রজেক্ট শুরু করেছেন। এবং তথ্যসূত্রে জানা যাচ্ছে বিজয় এই সিনেমার জন্য ১২০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে ধার্য করেছেন। ২০১৯ সালে এজিএস এন্টারটেন্ট ব্যানারে বিজয় বিগেল ছবিতে অভিনয় করেছিলেন।
ইতিমধ্যে জানা গেছে বিজয় নিজের পরবর্তী সিনেমা ৬৮ জন্য চুক্তিবদ্ধ করেছেন। বিজয় (Vijay Thalapathy) সুপার ডুপার হিট সিনেমা মাস্টারের জন্য ৮০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তবে এবার তিনি প্যান ইন্ডিয়া ফিল্ম লিওর জন্য পারিশ্রমিকের মাত্রা দ্বিগুণ করলেন।
লিও ছবিতে বিজয়ের বাবার ভূমিকার অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকে এবং এই ছবিতে প্রধান অভিনেত্রী চরিত্র দেখা যাবে তৃষা কৃষ্ণাণকে। এই ছবিতে বিজয়কে একজন গ্যাংস্টার হিসেবে দেখা যাবে। এই ছবির পার্শ্বচরিত্রে আরো দেখা যাবে প্রিয়া আনান্দ, গৌতম বাসুদেব মেনান, অর্জুন সারজা প্রমূখ ব্যক্তিত্বকে।