Skip to content

VI গ্রাহকদের জন্য দুঃসংবাদ, এবার থেকে 4 GB ডাটার বদলে 2 GB তে চালাতে হবে দিন

গত 25 নভেম্বর থেকে Vi (Vodafone-idea) টেলিকম সংস্থা সকল প্রিপেড প্ল্যান প্ল্যান গুলির রিচার্জ মূল্য বৃদ্ধি করে দিয়েছে। Vi গ্রাহকদের কাছে যে তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যান সবচেয়ে জনপ্রিয় ছিল সেগুলি হল 299,449 ও 699 টাকার। তবে 25 নভেম্বর থেকে এই তিনটি রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে রাখা হয়েছে যথাক্রমে 359,539,ও 839 টাকা। শুধু রিচার্জ এর দাম বাড়ানো হয়নি তার সাথে এই রিচার্জ প্ল্যান গুলি কে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

Vi

সেসব পরিবর্তনগুলি মধ্যে প্রধান হলো এই যে আগে Vi নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকরা দৈনিক 2GB ডেটা এর পাশাপাশি আরও অতিরিক্ত 2 GB ডেটা অর্থাৎ সর্বমোট 4GB ডেটা ব্যবহার করার সুযোগ পেত কিন্তু বর্তমানে গ্রাহকরা সেই অতিরিক্ত 2GB ডেটা আর পাবেন না। শুধুমাত্র তারা দৈনিক 2GB করেই ডেটা ব্যবহার করতে পারবেন।

আসুন এখন এক নজরে দেখে নেওয়া যাক 359,539,ও 839 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান গুলি তে বর্তমানে কি কি বেনিফিট পাচ্ছেন গ্রাহকরা।

Vi

Vi 359 টাকার রিচার্জ প্ল্যান এর বেনিফিট।

বর্তমানে Vi গ্রাহকরা যদি 359 টাকা রিচার্জ করেন তাহলে আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা পাবেন। প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। তার সাথে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতি মাসে 2GB পর্যন্ত Deta Backup এর সুবিধা পাওয়া যাবে। তার সাথে রয়েছে weekend data rollover এর সুবিধা এবং Vi movies & TV classic app এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যান টির বৈধতা থাকছে 28 দিনের জন্য।

Vi 539 টাকার রিচার্জ প্ল্যান এর বেনিফিট।

Vi গ্রাহক রা যদি 539 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা পাবেন। প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। তার সাথে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতি মাসে 2GB পর্যন্ত Deta Backup এর সুবিধা পাওয়া যাবে। তার সাথে রয়েছে weekend data rollover এর সুবিধা এবং Vi movies & TV classic app এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যান টির বৈধতা থাকছে 56 দিনের জন্য।

Vi 839 টাকার রিচার্জ প্ল্যান এর বেনিফিট।

Vi এর 839 রিচার্জ প্ল্যান এও তা একই ভাবে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। সাথে প্রতিদিন 100 টি করে SMS। প্রতিদিন গ্রাহকরা 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। তার সাথে Weekend data rollover এবং Binge all night অফার করা হয়েছে।এছাড়া প্রতি মাসে 2GB পর্যন্ত Deta Backup এর সুবিধা পাওয়া যাবে। এবং Vi movies & TV classic app এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যান টির বৈধতা থাকছে 84 দিনের জন্য।