গরমের সময় জানলার পাশে বসে ফুরফুরে হাওয়া দিচ্ছে এই মুহুর্তের একটি মিষ্টি সুন্দর গান শুনলে সকলেরই ভালো লাগে। তবে সেই সময় মশার (Mosquito Bites) উপদ্রব সবচেয়ে অস্বস্তিকর বিষয়।
মশা মরার কয়েল জ্বাললেও তা কাজে দেয় না। তাই আজ আপনাদের মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এমন ৫ টি বিশেষ গন্ধের জিনিস (5 Home Remedies to Avoid Mosquito Infestation) শেয়ার করবো যা সহজেই মশা তাড়াতে সাহায্য করবে। চলুন প্রতিবেদনে সেই বিষয়েই কথা বলি।
১) নিমপাতা (Neem leaves) :
নিমের (Neem Leaves) মতো তেতো পাতার গন্ধ মশারা সহ্য করতে পারে না। এছাড়াও নিমের তেল স্বাস্থ্যের পক্ষে ভালো হওয়ায় তা অনেকেই ব্যবহার করেন। তাই নিম তেলের সঙ্গে যদি নারকেল তেল মিশিয়ে গায়ে মাখেন, তবে মশার কামড় থেকে অনায়াসেই রক্ষা পাবেন।
২) রসুন (Garlic Oil) :
আপনারা হয়তো জানেন না রসুনের তেল (Garlic Oil) মশা তাড়াতে সবচেয়ে বেশি সহায়ক। রসুনের ঝাঁঝালো গন্ধে মশারা একেবারেই সহ্য করতে পারে না। তাই রসুনের উপযুক্ত ব্যবহারেই মশা তাড়ানো সম্ভব। ৫ ভাগ জলে ১ ভাগ রসুনের রস মিশিয়ে সারা গায়ে স্প্রে করলেই মশা কামড় থেকে মুক্তি পাবেন।
৩) তুলসী (Basli Leaves)
তুলসীর পাতা (Basil Leaves) যেমন সর্দি-কাশির ক্ষেত্রে উপকারী তেমনই মশা তাড়াতেও। তাই তুলসী গাছের পাতার রস গায়ে মেখে নিলেই আর মশা ধারে কাছেও আসবে না।
৪) পুদিনা পাতা (Pudina Leaves)
ভেষজ গুণে পরিপূর্ণ পুদিনা পাতার (Pudina Leaves) উপকারিতা আমরা সবাই জানি। এই গাছের পাতাকে আমরা খাদ্য হিসাবে কিংবা বিভিন্ন ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করি। তবে অনেকেই হয়তো জানেন না পুদিনা পাতা থেকে মশা মারার তেল তৈরি হয়।
৫) লেমনগ্রাস (Lemon Grass)
এই গ্রাসে রয়েছে সাইট্রোনেলা অয়েল (Cyteonela Oil)। এই তেল থেকে একপ্রকার দুর্গন্ধ বের হয় যা মশারা সহ্য করতে পারে না। তাই এই লেমন গ্রাসের তৈরি তেল গায়ে মেখে নিলে মশা থেকে অনায়াসেই দূরে থাকা সম্ভব।