Skip to content

মাত্র ১০ হাজার টাকার মধ্যে করে আসুন বিদেশ ভ্রমণ! দেখে নিন এই ৪ টি দেশের তালিকা

    img 20220924 083247

    পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা কাজের ফাঁকে একটু ছুটি পেলে এদিক ওদিক ঘুরে আসতে পছন্দ করে তবে আমার অনেক মানুষ আছেন তারা ছোট থেকেই স্বপ্ন দেখেন বিদেশ ভ্রমণের। প্রতিবছর বিশ্বে ২৭ শে সেপ্টেম্বর পর্যটন দিবস পালন হয়।  তবে অনেকেরই এই বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অতিরিক্ত টাকা পয়সা খরচের চিন্তায় তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। তবে এই প্রতিবেদনে আপনাদের এমন ৪ টি দেশ সম্পর্কে জানাবো যেখানে ভ্রমণ করতে মাত্র ১০০০০ টাকা খরচ হবে।

    ১) ভিয়েতনাম (Vietnam)

    Vietnam

    এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাই সকলেরই স্বপ্নের গন্তব্য হিসাবে ভিয়েতনাম খুবই পছন্দের জায়গা। আর আপনি মাত্র ১০ হাজার টাকা খরচ করে এই দেশে ঘুরে আসতে পারেন। যাত্রা ভাড়া বাদ দিয়ে আপনি যদি এখানে যান তবে ১০০০  টাকায় পুরো দিন কাটাতে পারবেন। এছাড়াও এখানের খাবার খরচ ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। এখানে অনেক দর্শনীয় স্থান মন্দির বর্তমান যার মনোরম সুন্দর পরিবেশ আপনাকে খুশি করে তুলবে।

    ২) ভুটান (Bhutan) :-.

    Bhutan

    এটি আমাদের প্রতিবেশী দেশ। আপনি যদি ভ্রমণ পিয়াসী হতে হয়ে থাকেন তবে এখানে ১ থেকে ২ দিন অনায়াসেই থাকতে পারেন। যাত্রা ভাড়া মান দিয়ে এখানে প্রতিদিনের খাবার খরচ ৪০০ থেকে ৫০০ টাকা এবং একটি বিলাসবহুল হোটেলের একদিনের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা। তাই এখানে অনায়াসেই ভ্রমণ করা যাবে।

    ৩) বাংলাদেশ (Bangladesh)

    Bangladesh

    সস্তায় বাজেটের মধ্যে খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসার জন্য অন্যতম জায়গা হল বাংলাদেশ। গাড়ি ভাড়া বাদ দিয়ে এখানে ১দিনে থাকার খরচ ১৫০০ টাকা এবং খাবার খরচ ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়াও এই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য ৪০০ থেকে ৫০০ টাকা যথেষ্ট।

    ৪) থাইল্যান্ড (Thailand)

    Thailand

    যদি আপনি ঠিকঠাকভাবে অনুসন্ধান করেন তবে ১০০০ থেকে ১৫০০ এর মধ্যেই আপনি থাইল্যান্ড ব্যাংককের মতোন জায়গা গুলি যাওয়ার ফ্লাইট ভাড়া পেতে পারেন। এখানে আপনি ১-২ দিন অনায়াসেই থাকতে পারেন। এখানে একদিনের খাবার দাম পড়বে  ১১০০ টাকা। আর যদি অতিরিক্ত ভালো ঘুম দিতে চান তাহলেও ১৫০০ টাকা খরচ করলেই যথেষ্ট।