বলিউডের নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা কয়েক কোটি কোটি টাকা উপার্জন করেন এটা আমরা সকলেই জানি কিন্তু টলিউডের অভিনেতারাও কিন্তু বলিউডের অভিনেতাদের থেকে কোন অংশে কম নয়। আজ এমন কয়েকজন অভিনেতাদের কথা বলব যারা লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। চলুন একটু তালিকা দেখে নেওয়া যাক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমায় অভিনয় করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সময়ের সাথে সাথে প্রসেনজিতের অভিনয় যত উন্নত হয়েছে ততই বেড়েছে পারিশ্রমিকের সংখ্যা। বর্তমানে এক একটি সিনেমা পিছু তিনি ৯০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নেন।
জিৎ: অভিনয় ছাড়াও তিনি নিজস্ব একটি প্রযোজনা সংস্থার মালিক যে প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই আমাদের অনেক সিনেমা উপহার দিয়েছেন। প্রতি সিনেমা পিছু জিৎ ২ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন, যার ফলে তিনি বর্তমানে টলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।
দেব: অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সাংসদ। প্রতিনিয়ত অভিনেতার জনপ্রিয়তা অল্প অল্প করে বেড়েছে মানুষের মধ্যে। প্রতি সিনেমা পিছু দেব ২ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
আবির চট্টোপাধ্যায়: মেয়েদের ক্রাশ আবির ইতিমধ্যেই বহু চ্যালেঞ্জিং সিনেমাতে অভিনয় করেছেন। বাংলার ব্যোমকেশ প্রতি সিনেমা পিছু অভিনয় করার জন্য ৪০ থেকে ৬০ লক্ষ পারিশ্রমিক নেন।
যীশু সেনগুপ্ত: কমার্শিয়াল থেকে আর্ট ফিল্ম সবেতেই যীশু সমানভাবে সাবলীল। দক্ষিণী সিনেমাতেও বেশ দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পারিশ্রমিক বাবদ তিনি নেন ৩০ থেকে ৬০ লক্ষ টাকা।
মিঠুন চক্রবর্তী: মহাগুরু মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমার একজন নামিদামি ব্যক্তিত্ব। আজও সমান ভাবে অভিনয় করে চলেছেন তিনি। প্রতি সিনেমায় অভিনয় করার জন্য তিনি ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সোহম চক্রবর্তী: শিশু শিল্পী হিসাবে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন সোহম। সিনেমার পর্দায় অভিনয় করার জন্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন সোহম।
অঙ্কুশ হাজরা: সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি বর্তমানে সঞ্চালক হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতি সিনেমার জন্য তিনি ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
পরমব্রত চট্টোপাধ্যায়: অসাধারণ অভিনেতা পরমব্রত যদি সিনেমা পিছু ২০ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। যেকোনো চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
বিক্রম চট্টোপাধ্যায়: বাংলা ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের জগতে প্রবেশ করলেও বর্তমানে বড় পর্দায় অভিনয় করেন তিনি। বর্তমানে সিনেমায় অভিনয় করার জন্য ১০ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বিক্রম।