Skip to content

ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে শুরু করেন এই কাজ, মাস গেলে আজ আয় করছেন 30 লক্ষ টাকা

img 20221105 234034

৬৬ লক্ষ টাকার ইঞ্জিনিয়ারের চাকরির অফার ছেড়ে দিয়ে এই মহিলা বর্তমানে বিভিন্ন কাজের মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করেন। প্রথমে তিনি ব্লগ লিখতে শুরু করেছিলেন। তারপর তিনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ যেমন- পডকাস্ট বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল কোর্স ডাউনলোড এবং ব্র্যান্ড অংশীদারিত্বে যুক্ত হন।  বিষয়টি হলো তিনি চাকরি জীবনে সন্তুষ্ট ছিলেন না। তাই মোটা টাকা অঙ্কের চাকরি ছেড়ে দিয়ে তিনি ডেলিশ ডি’লাইটস (Delish d’lights) নামে একটি ফুড ব্লগ (Food Vlog) শুরু নামে একটি ফুড ব্লগ শুরু করেছিলেন।

Janine Torres

মহিলাটির নাম জেনিন টোরেস (Janine Torres)। একটি সাক্ষাৎকারে এই মহিলা জানান, ‘প্রথমে তিনি ব্লগ লেখার পাশাপাশি একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন। তবে ধীরে ধীরে তার ফুড ব্লগ (Food Vlog) চ্যানেলটির উন্নতি হওয়ায় মাত্র তিন বছরের মধ্যেই তার ভিডিওতে দর্শক সংখ্যা বাড়তে থাকে। এরপর থেকেই তিনি নিজস্ব ব্যবসার (Own Business) প্রতি আকৃষ্ট হন।’

Janine Torres

তিনি ২০১৯ সালে একটি অর্থ পডকাস্ট ইয়ো কুয়েরি ডিনেরো (Money Podcast Yo Queri Dinero) শুরু করেছিলেন। এখানে তিনি অন্যান্য মহিলাদেরও কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেই বিষয়ে জ্ঞান দিতেন। বর্তমানে তার বয়স ৩৭ বছর। তিনি মাসে এখন আয় করেন ২৯ লক্ষ টাকা। যার মধ্যে ৮ লক্ষ টাকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আয়।

Vlogger Janine Torres

এছাড়াও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যত বছর তিনি কেরিয়ারের আছেন, তাতে এখনো পর্যন্ত তার সম্পদ হলো ৬ কোটি টাকা। তিনি ব্লগ লিখতে খুবই ভালোবাসেন। প্রথমে এই ভাবেই তিনি টাকা অর্জন করতেন এবং ধীরে ধীরে আজ পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন।”