টলিউড হোক কিংবা বলিউড, চলচ্চিত্র দুনিয়ায় নিজের স্থান শক্ত করে বজায় রাখার জন্য অনেক প্রচেষ্টা করেন অভিনেতা-অভিনেত্রীরা। তেমনই ২২ বছর ধরে চলচ্চিত্র জগতে নিজের দুর্দান্ত জায়গা করে নিয়েছেন অসাধারণ অভিনেতা তথা নৃত্যশিল্পী হৃত্বিক রোশন (Hrithik Roshan)। তবুও এই অভিনেতা সব দিক থেকে পারদর্শী হওয়া সত্ত্বেও বেছে বেছে চলচ্চিত্র করেন। প্রতিবছর ২-৩ টি সিনেমা করেন তিনি।
বেছে বেছে চলচ্চিত্র করার কারণেই বর্তমানে তাকে আফসোস করতে হয়। কারণ তিনি এমন বেশ কয়েকটি চলচ্চিত্র ফিরিয়ে দিয়েছেন, যেগুলির সুপারস্টার বর্তমানে শাহরুখ ও আমির। তেমনই রইল ৩ টি সিনেমার তালিকা।
১) বাহুবলী (Baahubali)
গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল প্রভাষ অভিনীত বাহুবলী। এই ছবির দুটি অংশ দেখা মাত্রই সকলে প্রসংশায় পাগল হয়ে ওঠেন। তবে শোনা যায়, রাজা মৌলি প্রভাষকে (Prabhaas) এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেওয়ার পূর্বে এই চরিত্রের ভার দিতে চেয়েছিলেন হৃত্বিক রোশনকে। তবে ‘যোধা আকবর’র পর কোন পিরিয়ড ড্রামা করতে না চাওয়ায়, এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
২) লগান (Lagaan)
২০০১ সালে পরিচালক আশুতোষ গোয়ারিকরের মুক্তিপ্রাপ্ত এই ছবি অত্যাধিক সুপারহিট হওয়ায় সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছিল পরাধীন ভারতের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের ক্রিকেট বিজয়ের মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী। তবে আপনি কি জানেন এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেতা হৃত্বিক রোশনকে। তবে তিনি এই অফার ফিরিয়ে দেওয়ায় চলচ্চিত্রের রাজা হন আমির খান।
৩) স্বদেশ (Swadesh)
হৃত্বিক রোশন শুধু ১ টি নয় বরং আশুতোষ গোয়ারিকরের মোট ২ টি ছবি ফিরিয়ে দিয়েছিলেন। ‘স্বদেশ’ চলচ্চিত্রের চিত্রনাট্যটি তার পছন্দ না হওয়ায় তিনি ফিরিয়ে দেন এই চলচ্চিত্র এবং সেই সময় এই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। যা আজও সকলের কাছে সেরা।