কমবেশি প্রত্যেকের গাড়ি চালাতে ভালোবাসেন। আগে শুধু ছেলেরাই গাড়ি চালালেও এখন মেয়েরাও যেকোনও ড্রাইভিং-এ এক্সপার্ট। অনেকেই আছেন যারা গাড়ি চালিয়ে প্রচুর অর্থ উপার্জন। তবে আপনারা কি জানেন ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) গাড়ির ড্রাইভার এর বেতন কত?
আপনারা হয়তো অনেকেই জানেন তার বিলাসবহুল বাড়িতে ৬০০ টিরও উর্দ্ধে কর্মচারী (Employees) রয়েছেন যাদের প্রত্যেকের এক মাসের বেতন (Salary) ২ লক্ষ টাকার উর্ধ্বে। ঠিক সেই ভাবেই মুকেশ আম্বানির গাড়ির পরিচারকও মোটা অংকের বেতন পেয়ে থাকেন। যার মূল্য কোনো সরকারি চাকরির মূল্যের থেকে অনেক গুণ বেশি। আসুন প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।
আম্বানির বাড়িতে যেসব কর্মচারীরা আছেন তারা সমস্ত ক্ষেত্রে ভীষণ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অনেক প্রতিবেদন থেকে জানা গেছে আম্বানি পরিবারের বহু কর্মচারীদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করছেন এবং সেখানে সমস্ত খরচ চালান মুকেশ আম্বানিই। মুকেশ আম্বানি সহ তার পরিবারের প্রত্যেক সদস্যদের অনেক মূল্যবান গাড়ি রয়েছে। এছাড়াও বেশ কিছু গাড়ির ড্রাইভারও (Mukesh Ambani Driver) রয়েছে যাদের প্রতি মাসের বেতন ২ লক্ষ টাকারও বেশি।
তবে মুকেশ আম্বানির গাড়ির চালু হওয়ার জন্য একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়। যে কেউ সহজেই এই চাকরি করতে পারেন না। মুকেশ আম্বানির প্রায় ৫০০টির অধিক গাড়ি কালেকশন রয়েছে। তবে এই গাড়িগুলি চালানোর জন্য ড্রাইভারের পদে যারা নিযুক্ত আছেন তাদের প্রথমে পরীক্ষা দিতে হয়েছে অর্থাৎ মুকেশ আম্বানির ড্রাইভার হতে গেলে গাড়ি চালানোর পরীক্ষার মাধ্যমগুলি তাদের পাশ করতে হয়। মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভাররা বেতনের সাথে সাথে থাকা খাওয়ারও সুযোগ পান।