রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) ওরফে RBI এর যাবতীয় গুরুত্বপূর্ণ কথা আজ মানুষের মুখে মুখে শোনা যায়। আজ থেকে ৮৭ বছর পূর্বে আরবিআই (RBI) তার পথ চলা শুরু করেছিল। এক কথায় ব্রিটিশ শাসনকাল থেকেই প্রভাব ছিল আরবিআই-এর। তবে আজ এই প্রতিবেদনে আমরা রিজার্ভ ব্যাংকের প্রতীক চিহ্নটি নিয়ে আলোচনা করব যে প্রতীক চিহ্নটিতে আর বি আইয়ের পদমর্যাদার বার্তা নিহিত আছে।
জানেন কেন এই প্রতীক চিহ্নটি বেছে নেওয়া হয়েছিল? একটি বিশেষ রহস্য রয়েছে এর মধ্যে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক সবসময়ই চাইত তার প্রতীক চিহ্নে যেন দেশের নিজস্বতা বজায় থাকে। তাই অবশেষে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জোড়া শিলমোহর ব্যবহার করত তাকেই আরবিআই (RBI) সামান্য পরিবর্তন করে নিজের প্রতীক চিহ্ন হিসেবে বেছে নিয়েছিলেন।
এই বিখ্যাত শিলমোহরে ছিল একটি সিংহ ও একটি তাল গাছের ছবি আর RBI সেটাকেই কিঞ্চিত পরিবর্তন করে সিংহের জায়গায় বাঘের চিহ্ন বসান। কারণ ভারতের জাতীয় পশু বাঘ এবং বর্তমানে সবচেয়ে বিলুপ্ত প্রাণী পশু হলো সিংহ আর বর্তমানে বাঘকেই সবচেয়ে বেশি জঙ্গলে ঘুরতে দেখা যায়। অপরদিকে তালগাছের মূল অর্থ হল জীবনীশক্তি আন্তরিকতা উর্বরতা মূল্য নিরাপত্তা ও ঐক্যের প্রতীক।
তাই আরবিআই নিজেদের মূলমন্ত্র হিসাবে গোল চাকতির উপর ইংরেজি ও দেবনাগরিক হরফে বাঘ এবং তাল গাছের চারিদিক ঘিরে লেখা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কথাটি বেছে নিয়েছেন।