আমরা সকলেই জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্থান সারা বিশ্বের ধনী ব্যাক্তিদের মধ্যে ১৩ এবং ভারতের মধ্যে প্রথম। যদিও এই তালিকায় বর্তমানে গৌতম আদানির (Gautam Adani) স্থান দ্বিতীয়। তবে আজ এই প্রতিবেদনে এমন একজন মহিলার নাম বলব যা সম্পত্তির পরিমাণ এর কাছে হার মেনে যাবে বিশ্বের এই দুজন ধনী শিল্পপতি।
ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নের (Forbes Real Time Billionaires) তালিকায় মুকেশ আম্বানির নাম রয়েছে ১৩ নম্বরে এবং বর্তমানে তার সম্পদের পরিমাণ ৮২ বিলিয়ন ডলার। অন্যদিকে গৌতম আদানের সম্পত্তির পরিমাণ ৪৯.৭ বিলিয়ন ডলার। তবে মুকেশ আম্বানির সম্পত্তির থেকেও বেশি সম্পত্তি রয়েছে একজন অত্যন্ত ধনী মহিলার। বিশ্বের সবচেয়ে ধনী নারী সে (Richest Woman In The World)। সেই নারী ফ্রান্সের নাগরিক এবং বর্তমানে তিনি পরিবার সহ প্যারিসে থাকেন।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) চেয়েও বেশি সম্পত্তির অধিকারী এই মহিলার নাম ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স (Francoise Bettencourt Meyers)। তিনি হলেন সারা বিশ্বের বিখ্যাত কোম্পানি ল’অরিয়াল (L’Oreal) এর প্রতিষ্ঠাতার নাতনি। তবে এই কোম্পানিতে তার এবং তার পরিবারের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।
বর্তমানে ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স (Francoise Bettencourt Meyers) ল’অরিয়াল (L’Oreal) কোম্পানির চেয়ারম্যান, যার সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার। যখন বিশ্বের সবচেয়ে ধনী মহিলা অর্থাৎ তার মা লিলিয়েন বেটেনকোর্ট মারা যান, তখন ২০১৭ সালে ফ্রাঙ্কোয়েস এই কোম্পানির গুরুদায়িত্ব পেয়েছিলেন।
ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্সের (Francoise Bettencourt Meyers)দুটি সন্তান রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় এই নারীর নাম রয়েছে দশম স্থানে এবং তারপরে ১৩ নম্বর স্থানের নাম নাম রয়েছে এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)।