Aadhaar Card verify-
বর্তমানে আধার (aadhaar verify) হলো একটি অতি গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ড ছাড়া বর্তমানে বহু কাজ আটকে যায়। আপনার কাছে যদি আধার কার্ড না থাকে সে ক্ষেত্রে সরকারি বহু প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তবে সম্প্রতি আধার সম্পর্কিত বহু জালিয়াতি সামনে আসছে। তাই Unique Identification Authority of India (UIDAI) টুইট করে সতর্কতামূলক বার্তা দিল। দেখা যাচ্ছে অনেকের কাছে ভুয়ো আধার কার্ড রয়েছে। কোনও অসৎ ব্যক্তির মাধ্যমে কার্ড জোগাড় করার ফলে তাদের প্রতারণার ফাঁদে পড়েছেন তাঁরা।
তাছাড়া অনেকে তাঁদের ব্যবসায় কর্মী নিয়োগ, বাড়িতে পরিচারক রাখা, বাড়ি ভাড়া দেওয়া ইত্যাদি ক্ষেত্রে আধার কার্ডের কপি জমা নেন। তাঁরা আদৌ আসল আধার কার্ড দিচ্ছে কিনা কীভাবে জানবেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড আসল না নকল? Unique Identification Authority of India (UIDAI) একটি ভিডিও প্রকাশ করে বিস্তারিত বর্ণনা করেছে কিভাবে আপনি যাচাই করবেন আপনার আধার কার্ড আসল না নকল।
আধার কার্ড আসল না জাল তা পরীক্ষা করার পদ্ধতি।
১. সর্বপ্রথম আপনাকে আধারের অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
২. তারপর নির্দিষ্ট স্থানে আপনার 12 অংকের আধার নম্বর ইনপুট করুন। তারপর Captcha code দিন এবং verify অপশনে ক্লিক করুন।
#aadhaartutorials
Wondering on 'How to verify Aadhaar number'?
Watch the video to know the process of verification of #Aadhaar number. This will help you regarding the authenticity of the #Aadhar produced to you by any associate/tenant/driver/maid etc. https://t.co/tZ0vI98Mnm— Aadhaar (@UIDAI) August 4, 2021
৩. এই পদ্ধতিটি প্রয়োগ করলেই আপনি বুঝে যাবেন আপনার আধার নম্বর টি সঠিক কিনা জাল।