Skip to content

এবার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, বড়ো ঘোষণা রাজ্যের পরিবহন মন্ত্রীর!

    img 20230207 233540

    ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) পাওয়ার জন্য দীর্ঘদিন প্রত্যেককেই অপেক্ষা করতে হয়। তবে এবার থেকে সেই অপেক্ষার দিন শেষ। কারণ এবার থেকে এই রাজ্যে মাত্র ৪ ঘন্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত দুই চাকা গাড়ি হোক কিংবা চার চাকা, গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা সব থেকে জরুরি। তা যদি না থাকে তবে আপনি আইনের চোখে অপরাধী। তবে এবার থেকে এই নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে। যে নিয়ম অনুসারে মাত্র ৪ ঘন্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে (New Driving Licence In 4 Hrs)। চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

    Driving

    সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্যের পরিবহন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehasish Chakraborty) নিজে এই মতামত প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আর কাউকে দীর্ঘদিন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। কারণ শীঘ্রই এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। গত মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছিতে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং সেখানেই এত বড় পরিবর্তনের কথা তিনি ঘোষণা করেছেন।

    Driving licence

    পরিবহন মন্ত্রী তার ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, এবার থেকে যেকোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। আবেদন হয়ে যাওয়া মাত্রই লিংক করা মোবাইল নাম্বারে মেসেজ আসবে। আবেদন করে মাত্র সেই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে তার কবে পরীক্ষা নেওয়া হবে। সেই তারিখে গিয়ে সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসলে এবং উত্তীর্ণ হলে মাত্র ৪ ঘন্টার মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে আপনার হাতে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত মোবাইলে থাকা মেসেজ দেখিয়ে পুলিশের থেকে ছাড় পাওয়া যেতে পারে। এ বিষয়ে রাজ্য ও কলকাতা পুলিশকেউ প্রথম থেকে সতর্ক করে দিয়েছেন তিনি।

    Drive

    তবে শুধু ড্রাইভিং লাইসেন্স নয় আরও অনেক ক্ষেত্রেই নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন কোন ব্যক্তি যদি ১৫ বছরের করতে গিয়ে একটি গাড়ি চালান তবে সেই গাড়ির বাতিল করে দেওয়া হবে। স্ক্যাপ হিসাবে সেই গাড়িগুলো স্ক্যাপ গ্রাউন্ডে রাখা হবে। অন্যদিকে কেউ যদি নিজের পছন্দ অনুযায়ী গাড়ির নাম্বার করতে চান তবে গাড়ি কেনার আগেই আপনাকে আবেদন করতে হবে। এছাড়া ই-পরিবহনের উপরও রাজ্য সরকার বেশ আগ্রহী। এছাড়াও এই ড্রাইভিং লাইসেন্সের কথার পাশাপাশি তিনি জানিয়েছেন এবার থেকে সরকারি ভাবে লাইসেন্স প্রাপ্ত টোটো নির্মাণকারী সংস্থাগুলিই টোটো নির্মাণ করতে পারবে।