Skip to content

রেশন তোলা নিয়ে নতুন নিয়ম জারি করলো রাজ্যের খাদ্য দপ্তর, আজই করুন এই কাজ না হলে পড়বেন সমস্যায়!

img 20230115 234904

বহু বছর ধরে রেশন তোলা নিয়ে মারাত্মক দুর্নীতি চলছে। এই দুর্নীতি বন্ধ করার জন্য সরকার রেশন তোলার হাজারটি (Many rules for drawing rations were changed) নিয়ম বদলানো সত্ত্বেও কোনভাবেই ঠেকানো যাচ্ছে না দুর্নীতিবাজদের। এই সংক্রান্ত বিষয়ে প্রতিদিন একাধিক অভিযোগ জমা হচ্ছে সরকারের কাছে এবং এই কারণে সরকারের সাথে সাথে ক্ষতি হচ্ছে রাজ্যের তথা দেশের সাধারণ মানুষের।

Ration line

বহু বছর ধরে রেশন (Ration) তোলার হাজার হাজার নিয়ম পরিবর্তন হলেও অন্য কারোর রেশন কার্ড দেখিয়ে রেশন তোলা, মৃত ব্যাক্তিদের কার্ড দেখিয়ে রেশন নিয়ে যাওয়া -এই সব দুর্নীতি হয়েই চলেছে। এই সমস্ত দুর্নীতি আটকানোর জন্য সরকারের তরফ থেকে রেশন তোলার সময় আঙুলের ছাপ দেওয়া, মোবাইলে OTP আসা এই সকল নিয়ম বানিয়েও কোন ভাবেই সম্পূর্ণরূপে আটকানো যায়নি দুর্নীতিবাজদের।

Ration card

দেশের মানুষ এমনও মন্তব্য করেছেন যে, “সর্ষের মধ্যেই নাকি ভূত আছে”।  তবে সম্প্রতি সরকারের তরফ থেকে আরও একবার দুর্নীতি বন্ধ করার জন্য নতুন বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার। যেহেতু রেশন ডিলারদের-কে বলা হয়েছিল কোনো গ্রাহক যেন খালি হাতে না ফিরে যায়, তাই এই নিয়মটিকে কাজে লাগিয়েই আবারও বাড়ছিলো দুর্নীতি।

Ration supply

বেশ কিছুদিন আগে একটি প্রতিবেদন স্বরূপ জানা যায়, খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কারোর যদি আধারকার্ড নাও থাকে তবুও তাকে তার ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত করা যাবে না। আর এই সুযোগেই ধীরে ধীরে বেড়ে চলেছিল দুর্নীতিবিদদের কাজ। এরপর থেকেই গ্রাহকদের ফোনে ওটিপির (OTP) ব্যবস্থা করা হয়েছিল রেশন তোলার নিয়মে। তবে এক্ষেত্রেও সমস্যা দেখা যায়। জানা যায়, অনেকে গ্রাহকের মোবাইল এনে রেশন তুলে নিচ্ছিলেন।

Ration card varification

এছাড়াও প্রত্যন্ত গ্রাম্য এলাকাগুলিতে সব সময় নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই অনেক সময় ওটিপির অসুবিধা হয়। তাই সরকার এবার রেশন তোলার ক্ষেত্রে আরো একটি নতুন নিয়ম জারি করেছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার চোখের মনি স্ক্যান করেই রেশন দেওয়া হবে। কারণ অনেক সময় বয়স্কদের আঙুলের ছাপ সঠিকভাবে মেলেনা, তখন সমস্যায় পড়তে হয়। তবে চোখের মনি স্ক্যান করার নিয়মটি কি এতই সহজ হবে?

Irish

যেহেতু আধার কার্ড বানানোর সময় চোখের মনি স্ক্যান করা হয়েছিল প্রত্যেক নাগরিকের, তাই সরকারের মতে এটাই সবচেয়ে ভালো উপায়। সবাইকে রেশন আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। এর পাশাপাশি নিজের মোবাইল নম্বরও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে (Linking Aadhaar Card with Mobile Number) নেবার কথা বলা হয়েছে। সম্ভবত আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই নিয়ম।