এবার দেশের সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর আসতে চলেছে। ইন্টারনেটের জগতে সবচেয়ে সমস্যার বিষয় হলো ইন্টারনেটের গতি (Network Speed)। ইন্টারনেটের ব্যবহারের দিক থেকে ভারত পৃথিবীর শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম। তা সত্ত্বেও এই দেশে ইন্টারনেটের গতিবেগের খুবই টালমাটাল অবস্থা।
ইন্টারনেটের গতিবেগের নিরিখে সারা বিশ্বের মধ্যে প্রথম ৫০- এও ভারতের (India) নাম নেই। এই বীর গতির ইন্টারনেটের জন্য বিভিন্ন কর্মক্ষেত্র থেকে শুরু করে গ্রাহকদের আরও অনেক সমস্যায় পড়তে হয়। এবার এই সমস্যা গুলি সমাধান করতে চলেছেন ভারত সরকার। এই বিষয়ে নতুন নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদের।
আগামী সময় থেকেই মারাত্মক পরিবর্তন ঘটতে চলেছে ভারতের ইন্টারনেটের গতিতে। ব্রডব্যান্ডের জন্য সর্বনিম্ন গতি ৫১২ কেবিপিএস থেকে বাড়িয়ে করা হয়েছে ২ এমবিপ্রতি সেকেন্ড। যা আগের তুলনায় প্রায় ৬ গুণ বেশি। তরকারি তরফ থেকে রীতিমতো আইনের সাহায্য নিয়েই এই কাজ করা হচ্ছে।
প্রধান কথানুযায়ী, ডিজিটাল অর্থনীতিকে বাড়ানোর জন্য ভারত সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছে। এই নিয়ে সমস্ত টেলিকম অপারেটরের কাছে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ম শুধুমাত্র ব্রডব্যান্ড গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে, মোবাইল ইন্টারনেটে এমন কিছু নির্দেশ দেওয়া হয়নি। তবে সরকারের এই নতুন পদক্ষেপের নিয়মের প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের উপর। ভারতের মোট ৮২৫.৪ মিলিয়ন ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে। এর মধ্যে ওয়ারলেস ব্যবহারকারী রয়েছেন ৭৩৯.৫ মিলিয়ন।