সময়ও দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তি আপডেট হয়ে চলেছে। আগেকার দিনে যেগুলি মানুষ কল্পনাও করতে পারত না বর্তমান সময়ে সেই জিনিস গুলি আমরা দেখতে পারছি ও ব্যবহার করতে পারছি। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই টিভি, ফ্রিজ, এসি রয়েছে। আর এই সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্র গুলি তার(Wire) এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে যন্ত্রগুলি চলে।
তবে বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার দেখতে পেতে চলেছে মানব সভ্যতা। কি সেই আবিষ্কার আসুন জেনে নেওয়া যাক। এতদিন পর্যন্ত যেকোনো বৈদ্যুতিক সরঞ্জাম তার এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে যন্ত্র গুলি চলত। তবে বিজ্ঞানের নতুন আবিষ্কার এর ফলে এবার যেকোনো বৈদ্যুতিক যন্ত্র কোন তার ছাড়াই চালানো যাবে। অর্থাৎ যেমন আপনার পকেট এ থাকা স্মার্টফোন কোন তার ছাড়াই নেটওয়ার্কের মাধ্যমে চলে।
এই ব্যাপারটিও ঠিক সেই রকম। তার(wire) ছাড়া বিদ্যুৎ ট্রানস্ফার এই ব্যাপারটি প্রথম আবিষ্কার করেছিলেন মহান বিজ্ঞানী টেলসা(Nikola Tesla), 1980 সালে। তখন এটি টেলসা কয়েল নামে পরিচিত ছিল। তবে বিজ্ঞানীর মৃত্যুর পর তার এই গবেষণা বন্ধ হয়ে যায় এবং সেই রকম ভাবে আর চর্চা হয়নি। তবে বর্তমানে আবারও এই গবেষণা শুরু হয়েছে। US Naval Research Laboratory তে এই গবেষণা চলছে।
এখনকার বিজ্ঞানীরা এমন একটি কয়েল তৈরি করছেন যা 1 km এ 1.6 Kwtt বিদ্যুৎ পাঠাতে সক্ষম হবে। এবং এই পুরো সিস্টেম টিতে বিজ্ঞানী টেসলার সমস্ত নীতি অনুসরণ ও কাজে লাগানো হয়েছে।বিজ্ঞানী টেসলার নীতি ছিল প্রথমে বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করতে হবে। তারপর তাকে রিসিভারের(receiver) একটি বিমে(Bim) ফোকাস করতে হবে। সেখানে থাকে RF diode সহ x band dipole antenna।
মাইক্রোওয়েভ গুলি যখনই অ্যান্টেনার সাথে মিলিত হয় তখনই কারেন্ট উৎপন্ন হয়। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের দ্বারা এই গবেষণা চালানো হচ্ছে। এর আগে বহু দেশ এ গবেষণা শুরু করলেও তা সফল হতে পারেনি। একবার যদি বিজ্ঞানী টেলসার এই সিস্টেম ও প্রযুক্তি কাজে লাগিয়ে গবেষণা সফল করা যায় তাহলে মানব সভ্যতায় বৈদ্যুতিক সেক্টরে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে।