রেলওয়ে মাধ্যম (Indian Railway) ভারতীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে প্রকৃত মেরুদন্ড। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলপথ ধরেই খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। যাত্রাপথে যাতে জনমানুষের কোনও সমস্যা না হয় তাই ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়তই অনেক সমস্যা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাথে অনেক নতুন নিয়ম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
কেউ কাজের সূত্রে অথবা কেউ বিদেশ ভ্রমণে বা দেশ ভ্রমণের উদ্দেশ্যেই ট্রেন যাত্রা করেন। তবে কখনও কি জানতে চেয়েছেন এই ভারতীয় রেলের শেষ স্টেশন কোথায়? আসুন আজ প্রতিবেদনে এই সম্পর্কেই বিস্তারিত জানাই।
উত্তরাখন্ডের বদ্রীনাথ ধাম সংলগ্ন মানা গ্রামে দেশের সর্বশেষ রেলস্টেশটি অবস্থিত। শুধু তাই নয়, উত্তর-পূর্বের একটি গ্রাম রয়েছে যা দেশের সর্বশেষ গ্রাম, যেখানে বিহার এবং পশ্চিমবঙ্গের আরারিয়া জেলায় দেশের শেষ রেলস্টেশন রয়েছে। দেশের শেষ রেলস্টেশন হিসেবে বাংলাদেশের শেষ সীমান্তের কাছে অবস্থিত আরারিয়ার জোগবানি স্টেশনকে (Jogbani Station of Araria) ধরা হয়।
আগে এই স্টেশনে কোন জনমানুষে যেত না। ব্রিটিশ শাসনকালে নির্মিত স্টেশনে যেতে অনেকেই অপছন্দ করত। স্বাধীনতার পর থেকে স্টেশনটি একেবারে জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল এই রুটে ১৯৭৮ সালে। এরপর এই স্টেশনে অবস্থিত মানুষেরা ট্রেন চলাচলের আওয়াজ শুনতে পান। এখান থেকে মানুষ পায়ে হেঁটে নেপাল পর্যন্ত যেতে পারে। এমনকি পশ্চিমবঙ্গের সিংহবাদ স্টেশনকেও শেষ স্টেশন হিসেবে ধরা হয়।
আগে এখান থেকে শুধু বাংলাদেশের ট্রেন যাতায়াত করত তবে কিছু সময় পরে নেপালও যুক্ত হয় এই রুটে। সবচেয়ে মজার বিষয় হল সিংহবাদের রেলস্টেশনের (Sinhabad railway station) থেকে বাংলাদেশ এত কাছেই যে পায়ে হেঁটে চলাচল করা যায়।