২০২২ সালে বলিউডের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র ছাড়া বাকি মোট ৩৯ টির-মতো ছবি পরপর বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তবে সেই স্থানে হিন্দি ওয়েব সিরিজগুলি (Hindi Web Series) মানুষের বেশি মন কেড়ে নিয়েছিল। তাই এই নতুন বছরেও (২০২৩ সালে) ক্রাইম-থ্রিলারে ভরপুর পর পর ৭ টি দুর্দান্ত ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। এই প্রতিবেদনে তালিকাটি দেখে নিন।
১) স্ক্যাম ২০০৩: দ্যা তেলগি স্টোরি (Scam 2003: The Telgi Story)
২০২৩ সালে সোনি-লাইভ-এ মুক্তি পেতে চলেছে হ্যান্ডসাম মেহতার হানসাল মেহতার অন্যতম ওয়েব সিরিজ ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’(Scam 2003: The Telgi Story)। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিরুদ্ধ রায়, সত্যম শ্রীবাস্তব এবং গগনদেব রিয়ারকে।
২) মির্জাপুর সিজন ৩ (Mirzapur Season 3)
২০১৮ সালের ১৬ই নভেম্বর ‘মির্জাপুর’-এর (Mirzapur Season 1) প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল। প্রথম পর্বে দর্শকদের বেশ ভালো সারা পড়েছিল এই সিরিজটিতে। তারপর এই সিরিজের দ্বিতীয় পর্বটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এই Mirzapur Season 2 দর্শকদের কাছে হয়েছিল সুপারহিট। এবার এই ওয়েব সিরিজের তৃতীয় পর্ব আসতে চলেছে অর্থাৎ Mirzapur Season 3. এবার এই পড়বে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, বিজয় ভার্মা, আলি ফজল, রসিকা দুগ্গাল এবং ভিভান সিং-এর মতো অভিনেতা- অভিনেত্রীদের।
৩) অসুর (Asur: Welcome to your dark side)
এ বছর এই সিরিজের তৃতীয় পর্বটি মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিওতে। গত বছরই শেষের দিকে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজের ট্রেলারটি। এই সিজনে অভিনয় করতে চলেছেন আরশাদ ওয়ার্সি, বরুণ সোবতি, অনুপ্রিয়া গোয়েঙ্কা সহ আরও অনেক শিল্পীরাই।
৪) নকশালওয়াড়ি (Naxalbari)
এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এবার নতুন বছরে মুক্তি পেতে চলেছে এই সিরিজটির দ্বিতীয় পর্ব। এই সিরিজে এবার অভিনয় করতে দেখা যাবে রাজীব খান্ডেলওয়াল, টিনা দত্ত, সত্যদীপ মিশ্র এবং সঞ্জিতা দের মতো শিল্পীরা।
৫) দ্যা ফ্যামিলি ম্যান (The Family Man)
এই সিজনের চতুর্থ পর্বটি এই বছর মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। সৃষ্টিতে অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী, শরীব হাশমি, প্রিয়মণি, আশ্লেশা ঠাকুর এবং বেদান্ত সিনহার মতো সুদক্ষ শিল্পীরা।
৬) এক বদনাম আশ্রম পর্ব ৪ ( Ek Badnam Ashram Season 4)
এই আশ্রম সিরিজের এবার চতুর্থ পর্বটি ( Ek Badnam Ashram Season 4) আসতে চলেছে ম্যাক্সপ্লেয়ারে। এই সিরিজের প্রতিটা পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ববি দেওল’কে (Bobby Deol)। এছাড়াও থাকছেন বহু সহ অভিনেতা-অভিনেত্রীরা।
৭) মহারাণী ২ (Maharani 2)
এই মহারানী সিরিজটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০২২ সালে এসেছিল দ্বিতীয় পর্বটি এবং এবার আসতে তৃতীয় পর্বটি। এই তৃতীয় পর্বে থাকছেন হুমা কুরেশি, অমিত সিয়াল, প্রমোদ পাঠক সহ আরও অনেকেই।