Skip to content

দেখুন তো চিনতে পারছেন কিনা ছবিতে এই ছোট্ট মেয়েটিকে, একসময় এই মেয়ে ছিলেন বলিউডের নাম্বার ১ নায়িকা!

ছোটো বাচ্চাদের (Celebrities Childhood Picture) দুষ্টুমি দেখলে সকলের মন এমনিতেই ভালো হয়ে যায়। মনে পড়ে যায় নিজের শৈশবে করা সমস্ত কান্ডের কথা। আজ এই প্রতিবেদনেও এমন একজন বাচ্চার কথা বলব যে ক্যামেরার দিকে ইশারা করে খুব আনন্দে আপেল খাচ্ছে।

Little Karishma

চিনতে পারছেন এই বাচ্চাটিকে? ছবি দেখতে পাওয়া এই ছোট্ট বাচ্চাটি বর্তমানে বলিউডের শীর্ষ অভিনেত্রী। তিনি দর্শকদের অজস্র ভালো ভালো হিন্দি সিনেমা উপহার দিয়েছেন। তিনি বলিউডের (Bollywood) শক্তিশালী কাপুর বংশের প্রথম কন্যা (She is the first daughter of the powerful Kapoor of Bollywood)।

img 20230227 145942

ছবিতে দেখতে পাওয়া এই কিউট অভিনেত্রী বোন অক্ষয় কুমার (Akshay Kumar), সালমান খান (Salman Khan), আমির খান (Amir Khan) এবং শাহরুখ খানের (Sharukh Khan) মতো অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। অবশ্য তিনিও ছিলেন সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। তাই ভাইও বর্তমানের অন্যতম অভিনেতা। বিয়ের পর তিনি নিজেকে বিনোদন জগত থেকে সরিয়ে নিয়েছেন। এই অভিনেত্রীর দুটি সন্তানও রয়েছে। তবে বহুবছর হল তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে।

Karina Kapoor Karishma Kapoor

আশা করি এবার বুঝতে পারছেন কে এই অভিনেত্রী। তিনি হলেন ৯০ দশকের সবচেয়ে বিখ্যাত নায়িকা করিশ্মা কাপুর (Karishma  Kapoor)। তিনি প্রায়ই ইনস্টাগ্রামে তার শৈশবের ছবি পোস্ট করেন। ভক্তরা তার বাচ্চাবেলার ছবি ভীষণ পছন্দ করেন। ব্যবহারকারীরা তার এই ছোটবেলার ছবিতে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন।

Little Karishma Karina

একজন ব্যবহারকারী তাকে আদর করে ‘লোলো’ (Lolo) বলে মন্তব্য করেছেন। অপর একজন ব্যবহারকারী অভিনেত্রীর পুরাতন একটি ছবির গানের লাইন লিখে প্রশংসা করেছেন। করিশ্মা কাপুর (Karishma Kapoor) “প্রেম কায়দি” (Prem Kaydi) সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। বর্তমানে তিনি ৪৮। তবুও সেই আগের মতোই গ্ল্যামারাস রয়েছেন তিনি।