সাধারণ মানুষ বিনোদন (Entertainment) জগতের খবরা খবর জানতে বেশ আগ্রহী হয়ে থাকে। আর সেই খবর যদি বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির হয় তাহলে তো কোনও কথাই নেই। বলিউডের তারকারা তাদের শৈশবে কাটানো স্মৃতির মুহূর্ত গুলোর জন্য খবরের শিরোনামে থাকেন। বর্তমানে নতুন ট্রেন অনুযায়ী তারকাদের শৈশবের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।
ভক্তরাও তাদের পছন্দের তারকাদের শৈশবের সুন্দর ছবি দেখতে বেশ পছন্দ করে। সম্প্রতি অভিনেতা ববি দেওলের (Boby Deol) শৈশব বেলার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হতে দেখা গেছে। ববি দেওল (Boby Deol) হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) পুত্র। অনেক সময় অভিনেতা ধর্মেন্দ্র’কে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় বালুখালের ছবি শেয়ার করতে দেখা গেছে। তবে জনতার কাছে এবার বেশি পরিমাণে ভাইরাল হয়েছে ববি দেওলের (Boby Deol) ছোটবেলার একটি ভিডিও।
ভিডিওটিতে অভিনেতাকে দেখতে খুব কিউট লাগছে। বিশেষত এই ভিডিওটি ধর্মেন্দ্রর (Dharmendra) একটি সিনেমা অংশ। যেখানে তাকে তার ছেলে ববি দেওলের (Boby Deol) সাথে কাজ করতে দেখা গেছে। ভিডিওটি দেখা মাত্রই দর্শকরা ভীষণ পছন্দ করেছে এবং প্রত্যেকে নিজেদের মতামতও জানিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে ববি দেওল (Boby Deol) এমন একজন অভিনেতা যিনি দর্শকদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং নায়কের চরিত্রের সাথে সাথে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন।
খুব শীঘ্রই অভিনেতা ববি দেওলকে (Boby Deol) দেখা যাবে দক্ষিণের সিনেমায়। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এটা হতে চলেছে তার প্রথম সিনেমা। ‘হরি হারা ভিরা মাল্লু’ (Hari Hara Vira Mallu) ছবিতে দেখা যাবে অভিনেতাকে। তিনি ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই সিনেমাটি দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।