Skip to content

ছবিতে এই ছোট্ট মেয়েটি বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর তকমা পেয়েছে! মেয়েটি কে আপনি জানেন?

  img 20221010 231639

  বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুধু বড়দের ভিডিওই ভাইরাল হতে দেখা যায় না। যুগের সাথে তাল মিলিয়ে ছোটরাও নিজেদের বিভিন্ন দিক থেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে প্রস্তুত। নাচ, গান, আঁকা এবং বিভিন্ন রকমের রিলস্ থেকে শুরু করে যাবতীয় কিছু অ্যাকটিভিটির মাধ্যমে তারা ভাইরাল হতে চান। রাতারাতি অনেক খুদেকেই নিজেদের প্রতিভা ও অপরূপ সৌন্দর্যের নিরিখে তারকা হতে দেখা যায়। ঠিক এমনই একটি খুদের নাম হল অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)।

  Anahita Hashemzade

  এই মিষ্টি বাচ্ছা মেয়েটির নাম অনেকে না জানলেও, নীল চোখওয়ালা কোঁকড়া চুলের মেয়েটিকে নিশ্চই সকলের মনে আছে? গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশুর তকমা পেয়েছিলেন তিনি। নির্দ্বিধায় বলা যায় তার সৌন্দর্যের কাছে বড় বড় তারকারাও হার মানতে প্রস্তুত।

  এই ছোট্ট ফুটফুটে বাচ্ছা মেয়েটি ২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইসফাহান শহরে জন্মগ্রহণ করেন আর ইন্সটাগ্রামে ২০১৮ সালে প্রথম তার একটি ছবি পোস্ট করা হয়। এরপর থেকেই তার ছবি দেখে সকলে মোহিত হতে শুরু করেন এবং রাতারাতি নেট দুনিয়ায় (Social Media) তার ছবি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া মাত্রই বিশ্বের কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করতে শুরু করেন।

  Anahita Hashemzade photo

  তার সোশ্যাল মিডিয়ার সাইট হ্যান্ডেল করতে রীতিমতো ধৈর্যহীন হয়ে পড়েন তার বাবা-মা। সুন্দরী এই মেয়েটি বর্তমানে একজন নামকরা মডেল। কিছুদিন পূর্বেই তার ক্যারিয়ার ধ্বংস করার লোভে বেশ কিছু বেআইনি মানুষ তার ইনস্টাগ্রাম হ্যাক করেছিলেন। অবশেষে তার পরিবার হার না মেনে আরও একটি নতুন অ্যাকাউন্ট খোলেন।

  See also  ১৯৭১ সালে মসলা দোসা ও কফির দাম শুনলে হয়ে যাবেন অবাক, দেখুন সেই সময়ের একটি পুরনো বিলের ছবি!

  Pic of Anahita Hashemzade

  এমনকি ২০২০ সালের মহামারীর সময় গুজব ছড়িয়ে ছিল যে এই সুন্দরী শিশুটি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে সবকিছু স্বাভাবিক হলে তার মা জানান এটি সম্পূর্ণ একটি মিথ্যে খবর। বর্তমানে তার বয়স মাত্র ৬ বছর এবং এই অল্প বয়সেই সে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছে।