বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিন কোনও ছবি কিংবা ভিডিও ভাইরাল হতে থাকে। আর বর্তমানে বিনোদন জগতের ক্ষেত্রে একটি নতুন একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে।
সেই ট্রেন্ডটি হল সমস্ত সেলিব্রেটিদের ছোটবেলার ছবি ভাইরাল (Viral Picture) হওয়া। সেই ছবিগুলি দেখামাত্রই নেটিজেনদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তারা তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের বাল্যকালের স্মৃতি মধুর ছবি দেখে খুবই খুশি হয় এবং নিজস্ব মন্তব্য প্রকাশ করে।
সম্প্রতি আবারও একটি ছবি নেট দুনিয়ায় ভীষণভাবে ভাইরাল হতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্ছা ছেলে তাজমহলের (Tajmahal) সামনে বসে ছবি তুলেছেন। পুরনো দিনের এই ছবিটিতে বাচ্ছাটি বলিউডের কোন তারকা তা জানতে নেট দুনিয়ায় শোরগোল পড়েছে।
আপনাকে জানিয়ে রাখি এই শিশুটি বর্তমানে বলিউডের এমন একজন অভিনেতা যিনি তার কাজের মাধ্যমে সারা বিশ্বে আলাদাভাবে খ্যাতি অর্জন করেছেন। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’, ‘রইস’, ‘রমন রাঘব’, ‘মাঞ্জি’, ‘মতিচুর চাকনাচুর’-এর সাথে সাথে আরও একাধিক চলচ্চিত্রে কিন্তু দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন। ছবিতে অবস্থিত এই অভিনেতা হলেন বর্তমানের সবচেয়ে সফলতম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।
বেশ ভালো ভালো চরিত্রের অভিনয় করেছেন। এতগুলো সিনেমার মধ্যে তার বেশ কয়েকটি চরিত্র খুবই আইকনিক। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অবনীত কৌরের (Anveet Kaur) বিপরীতে ‘টিকু ওয়েডস শেরু’তে (Tiku Weds Sheru)।