বর্তমানে বিভিন্ন প্রতিবেদন এবং খবরের শিরোনাম থেকে অথবা কোন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া থেকে আমরা প্রত্যেকেই জানতে পারি বলিউডের বড় বড় অভিনেতারা অভিনয়ের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা সত্ত্বেও তাদের আরও অনেক আয়ের উপায় রয়েছে।
আজ এই প্রতিবেদনই এমনই একজন অভিনেতার কথা বলব তিনি বর্তমানে ১০০ কোটি বাজেটের মতো বলিউডের চলচ্চিত্রের মুখ্য অভিনেতা। তিনি হলেন আমাদের সকলের প্রিয় অক্ষয় কুমার (Akshay Kumar)। সিনেমার পাশাপাশি তার আরও ৬ টি ব্যবসা রয়েছে (Income Source) যেখান থেকে তিনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।
১) হরি ওম এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজ (Hari Om Entertainment Production House) :
আপনারা সকলেই জানেন অক্ষয় কুমার (Akshay Kumar) একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন দুর্দান্ত প্রযোজক। ২০০৮ সালে তিনি তার বাবার নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছিলেন। এই প্রোডাকশন হাউস থেকে ‘সিং ইস কিং’ (Singh Is King), ‘হলিডে : অ্যা সোলজার নেভার অফ ডিউটি’ (Holiday: A Soldier Never Off Duty), ‘এয়ারলিফট’(Airlift), ‘রুস্তম’ (Rustom), ‘প্যাডম্যান’ (Padman)-এর মত ব্লকবাস্টার হিট ছবিগুলি নির্মিত হয়েছিল।
২) গ্রেজিং গোট পিকচার্স প্রোডাকশন হাউস (Grazing Goat Production House) :
অক্ষয় কুমার এবং অশ্বিনী ইয়ার্দি মিলে ২০১১ সালে সমস্ত টেলিভিশন শো-গুলি প্রযোজনা করার জন্য এই প্রোডাকশন হাউস টি তৈরি করেছিলেন। এখনো পর্যন্ত এই সংস্থা থেকে ৫ টি ছবি এবং ১ টি টিভি সিরিয়াল নির্মাণ করা হয়েছে।
৩) FAU-G ব্যাটেল রয়্যাল গেম (FAU-G Battle Royal Game):
চলচ্চিত্রে অভিনয় করার সাথে সাথে বিভিন্ন প্রোডাকশন হাউজ থেকে ছাড়াও অভিনেতা অক্ষয় কুমার জনপ্রিয় অনলাইন ব্যাটেল রয়্যাল গেম FAU-G থেকে মোটা অংকের অর্থ উপার্জন করেন।
৪) বিশ্ব কাবাডি লিগ (World Cobadi league) :
অক্ষয় কুমার স্বাস্থ্য সম্পর্কে বরাবর সচেতন হওয়ায় তাকে ‘মিস্টার ফিট’ও বলা হয়। খেলাধুলার পাশাপাশি শরীর চর্চা দিকেও তিনি মনোযোগ দেন। বর্তমানে তিনি একটি ক্রীড়া সংস্থা ওয়ার্ল্ড কাবাডি লিগের মালিক।
৫) নারীর আত্মরক্ষার প্রতিষ্ঠাতা (Women Self Defence Founder) :
আমরা প্রত্যেকেই জানি অক্ষয় কুমার অভিনয় আসার পূর্বে একজন ক্যারাটে ব্ল্যাকবেল্ট চ্যাম্পিয়ন। তিনি মুম্বাইতে মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য মহিলা আত্মরক্ষা কেন্দ্র চালু করেছেন। যেকোনো বয়সের মহিলারাই এখানে বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ নেন।
৬) বেস্ট ডিল টিভি (Best Deal TV) :
এটি একটি খুব ভালোমানের হিন্দি হোম শপিং টেলিভিশন চ্যানেল। এই চ্যানেলের মালিকানায় রয়েছেন অক্ষয় কুমার এবং রাজ কুন্দ্রা। ২০১৫ সালের মার্চ মাসে এই ব্যবসাটি শুরু করেছিলেন তারা।